‘ভারত’-এ আসতে চান প্রিয়াঙ্কা!

Priyanka Chopra
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

‘ভারত’ যেন পিছু ছাড়ছে না অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। তবে এখনো এ বিষয়ে তার মুখ থেকে কিছুই আসেনি। আর বলিউড-ভক্তরা এ বিষয়ে যা কিছু জেনেছেন তা অপর অভিনেতা সালমান খানের মুখ থেকেই।

এমনই এক নতুন তথ্য জানালেন সাল্লু ভাই। বললেন, ‘মুঝসে শাদি কারোগি’-অভিনেত্রী ‘ভারত’-এ আসার জন্যে ছবিটির পরিচালক আলি আব্বাস জাফরের কাছে তার ইচ্ছা প্রকাশ করেছেন। এমনকি, বিষয়টি বিবেচনার জন্যেও পরিচালককে প্রিয়াঙ্কা অনুরোধ করেছেন বলে সালমানের দাবি।

এর আগে, সাবেক এই বিশ্বসুন্দরীর ‘ভারত’ ছাড়ার খবরটিও দিয়েছিলেন ভাইজান। সেই খবর দেওয়ার সময় নিজের ক্ষোভও ঝেড়েছিলেন তিনি। ঘনিষ্ঠজনদের না কী বলেছিলেন আর কখনো তিনি প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করবেন না!

তার এই রাগের মূল কারণ ছিলো, বহুল আলোচিত ‘ভারত’-এর শুটিং শুরুর মাত্র কয়েকদিন আগে ব্যক্তিগত ব্যস্ততা দেখিয়ে ছবিটি থেকে সরে যান প্রিয়াঙ্কা।

এরপর, ছবিটিতে ‘বেওয়াচ’ অভিনেত্রীর পরিবর্তে নেওয়া হয় ক্যাটরিনা কাইফকে। সংশ্লিষ্টদের পক্ষ থেকে বলা হয়, বলিউডের এই মিষ্টি মেয়েটিই ‘ভারত’-এর অন্যতম প্রযোজক অতুল অগ্নিহোত্রীর প্রথম পছন্দ।

তবে দেশটির বিনোদন বিশ্লেষকদের মতে, সালমানের সঙ্গে প্রিয়াঙ্কাকে আবার বড় পর্দায় দেখা গেলে আনন্দ পাবেন তাদের ভক্তরাই।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Comments

The Daily Star  | English

Sinner dethrones Alcaraz to capture maiden Wimbledon crown

Jannik Sinner downed Carlos Alcaraz 4-6, 6-4, 6-4, 6-4 on Sunday to win his first Wimbledon title, gaining sweet revenge for his painful defeat in the French Open final.

35m ago