বাংলাদেশের বিপক্ষে নামার আগে সমস্যায় শ্রীলঙ্কা
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা পাচ্ছে না তাদের দলের অন্যতম সেরা বোলার আকিলা ধনঞ্জয়াকে। ব্যাটিংয়ের দিক থেকেও খারাপ খবর আছে লঙ্কানদের। চোটের কারণে অনিশ্চিত দিনেশ চান্দিমালের খেলা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার সর্বশেষ সিরিজে সেরা বোলার ছিলেন অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া। পাঁচ ম্যাচে নেন ১৪ উইকেট। শেষ ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। এশিয়া কাপেও তাই তাকে নিয়ে অনেক আশা ছিল লঙ্কানদের। তবে দলে থাকলেও বাংলাদেশের বিপক্ষে নামা হচ্ছে না তার। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে খেলবেন না প্রথম দুই ম্যাচ। লঙ্কানদের ব্যাটিং অর্ডারে অন্যতম ভরসার নাম দিনেশ চান্দিমাল। আঙুলে চোট পাওয়ায় তার এশিয়া কাপ খেলা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
শ্রীলঙ্কা গ্রুপ পর্ব পার হলে খেলতে পারবেন ধনঞ্জয়া। কিন্তু চান্দিমালের জন্য অপেক্ষা করছে বড় দুঃসংবাদ। ঘরোয়া লিগে খেলার সময় তার মধ্যমা আঙুল ভেঙে যায়। এই চোট তাকে ছিটকে দিতে পারে গোটা টুর্নামেন্ট থেকেই। লঙ্কান বোর্ড জানিয়েছে, তার জন্য অপেক্ষা করা হবে চলতি সপ্তাহ পর্যন্ত। চান্দিমালের বিকল্প অবশ্য তৈরি করাই আছে। তিনি শেষ পর্যন্ত খেলতে না পারলে দলে যোগ দেবেন উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা।
১৫ সেপ্টেম্বর দুবাইতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়েই শুরু হবে এবারের এশিয়া কাপ। ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যেতে এই ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ দুদলের জন্যই। গ্রুপের আরেক দল আফগানিস্তান হওয়ায় এই গ্রুপকেই মনে করা হচ্ছে তুলনামূলক কঠিন।
Comments