বাংলাদেশিদের জন্যে চাকরি খোঁজার ফিচার চালু করলো গুগল
দক্ষিণ এশিয়ার চাকরি প্রার্থীদের জন্যে নতুন ফিচার চালু করেছে শীর্ষ সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল। এ সুবিধা পাবেন বাংলাদেশের চাকরি প্রার্থীরাও।
এখন থেকে গুগল সার্চের মাধ্যমে বিভিন্ন জনপ্রিয় জব লিস্টিং ওয়েবসাইট, কোম্পানি ও অনলাইন ক্লাসিফাইডে চাকরি খুঁজতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, বিক্রয়ডটকম, মুস্তাকবিলডটকম এবং এক্সপ্রেসজবস.এলকেসহ হাজার হাজার ওয়েবসাইটকে গুগল এনে দিবে চাকরি প্রার্থীদের সামনে।
প্রতিবেদনটিতে বলা হয়, আগ্রহী প্রার্থীরা খুঁজে নিতে পারবেন ‘খণ্ডকালীন চাকরি’, ‘সফটওয়ার ডেভেলপিংয়ের কাজ,’ ‘নির্মাণ কাজ’ ইত্যাদি।
ইংরেজি ভাষার এই ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএস-এর গুগল অ্যাপে এবং ডেস্কটপ ও মোবাইলের গুগল সার্চ অপশনে ব্যবহার করা যাবে।
বাংলাদেশ ছাড়াও, এই সুবিধা পাবেন পাকিস্তান ও শ্রীলঙ্কার চাকরি প্রত্যাশীরাও।
Comments