সাফে শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু ভারতের
সাফ সুজিকি কাপের দ্বিতীয় দিনে জয় পেয়েছে ভারত। দুই অর্ধে একটি করে গোল দিয়ে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের শুরুতে দারুণ গোছানো ফুটবল খেলেছিল শ্রীলঙ্কা। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। ৩৪ মিনিটে এগিয়ে যায় দলটি। সুমিত পাসির পাস থেকে দারুণ প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন আশিক কুরুনিয়ান।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ভারত। শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে নেয় শিরোপাধারীরা। লাল্লিয়ানজুয়ালা চাঙ্গতের দুর্দান্ত শট জালের ঠিকানা খুঁজে পায়। শেষ দিকেও বেশ কিছু আক্রমণ করেছিল তারা। তবে গোলের দেখা না পাওয়ায় ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে স্টিফেন কনস্ট্যানটিনের দল।
সাফ ফুটবলে জাতীয় দল পাঠায়নি ভারত। এশিয়ান গেমসে অংশ নেওয়ার জন্য অনূর্ধ্ব-২৩ দলকে প্রস্তুত করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন। যদিও সে আসরে অংশ নেয়নি তারা। সে দলকে পাঠানো হয় সাফ গেমসে। ফুটবলে যে অনেক এগিয়ে গিয়েছে ভারত তা ভালো ভাবেই বুঝিয়ে দিল তারা।
কদিন আগেই কোটিফ কাপে ভারতের অনূর্ধ্ব-২০ যুবারা হারিয়েছিল আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে। সেই দলের বেশ কিছু খেলোয়াড় আছে এ দলটিতে।
এ জয়ে ৩ পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে ভারত। আগামী রোববার মালদ্বীপের মুখোমুখি হবে তারা। আর শুক্রবার টিকে থাকার লড়াইয়ে মালদ্বীপের মোকাবেলা করবে শ্রীলঙ্কা।
Comments