শনিবার আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার প্রদান
আগামী ৮ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতা’-র পুরস্কার ও সাহিত্যিকের জন্মদিন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার বিষয় ছিলো আবুল মনসুর আহমদের প্রাসঙ্গিকতা-সাহিত্যে, সাংবাদিকতায় ও রাজনীতিতে। তিনটি বিভাগে একজন ছেলে ও একজন মেয়ে- মোট ছয়জন পাচ্ছেন দশ হাজার টাকা করে ষাট হাজার টাকা। অনুরূপভাবে দ্বিতীয় স্থান অধিকারী ছয়জনকে পাঁচ হাজার টাকা করে ত্রিশ হাজার টাকার বই দেওয়া হবে।
সাংবাদিক, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল মনসুর আহমদের ১২০তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। আলোচনায় অংশ নিবেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ ও অধ্যাপক মিজানুর রহমান।
এই প্রতিযোগিতার সমন্বয়ক ইমরান মাহফুজ জানান, আবুল মনসুর আহমদ ত্রিধারায় জীবন অতিক্রম করেছেন। ফলে সাহিত্য, সাংবাদিকতা ও রাজনীতি- এই তিনটি বিষয়ে প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া পেয়েছি।
“প্রায় ১১০জন প্রতিযোগী সবাই চেষ্টা করেছে বয়স নয়, যোগ্যতার পরিচয় দিতে। আমাদের বিচারকরাও খুব দক্ষতার সাথে কাজটি করেছেন। আশা রাখছি, শনিবার বিকালে সবাইকে নিয়ে একটি ভালো সময় কাটবে। অনুষ্ঠানে সবার উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছি,” যোগ করেন সমন্বয়ক।
Comments