জাবালে নূর পরিবহনের মালিক, চালকসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূরের দুটি বাসের রেষারেষিতে দুজন শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ছয়জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে।
ডিবি পরিদর্শক কাজী শরিফুল ইসলাম আজ (৬ সেপ্টেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই অভিযোগপত্র দায়ের করেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন বাস দুটির মালিক শাহাদত হোসেন ও জাহাঙ্গীর আলম, বাসচালক মাসুম বিল্লাহ ও জোবায়ের সুমন এবং চালকদের দুই সহকারী এনায়েত হোসেন ও কাজী আসাদ।
ডিবি পরিদর্শক জানান, অভিযুক্তদের মধ্যে চারজনকে আটক করা হয়েছে। চালক জাহাঙ্গীর আলম এবং চালকের সহকারী কাজী আসাদ পলাতক রয়েছেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই চালক মাসুম বিল্লাহর বাসে চাপা পড়ে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী আব্দুল করিম ওরফে রাজিব উদ্দিন (১৮) এবং দিয়া খানম মিম (১৭) নিহত হন। এরপর, তাদের সহপাঠীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামলে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও তাতে যোগ দেয়। ফলে দ্রুত আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে।
Comments