এশিয়া কাপের দলে মুমিনুল
নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালের কিছুটা চোট সমস্যা থাকায় এশিয়া কাপের দলে ব্যাকআপ হিসেবে যোগ করা হয়েছে মুমিনুল হককে। ১৫ সদস্যের দলের সংখ্যা বেড়ে তাই এখন ১৬ করা হয়েছে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দ্য ডেইলি স্টারকে মুমিনুলকে দলে নেওয়ার কথা নিশ্চিত করেন।
বুধবার বিকেলে অনুশীলনের সময় বাঁ হাতের তর্জনী আঙুলে চোট পান শান্ত। বাঁহাতি এই ব্যাটসম্যানকে রাখা হয়েছে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে।
এদিকে তামিম ইকবালের পুরনো একটি চোট আবার খানিকটা ভোগাচ্ছে। এইজন্য গত তিন দিন অনুশীলনেও ছিলেন না তিনি। এই দুজনের অনিশ্চয়তায় ওয়ানডে দলে ফিরেছেন মুমিনুল হক।
মুমিনুলকে দলে নেওয়ার যুক্তি হিসেবে মিনহাজুল বলেন, যেহেতু শান্তর চোট পেয়েছে, তামিমেরও কিছু চোট সমস্যা আছে তাই মুমিনুল যাচ্ছে।
২০১৫ বিশ্বকাপের পর মুমিনুল আর ওয়ানডে দলে নেই। সময়ের হিসেবে সেটা প্রায় সাড়ে তিন বছর। টেস্টে নিয়মিত এই ব্যাটসম্যান সম্প্রতি আয়ারল্যান্ড সফরে ‘এ’ দলের হয়ে ওয়ানডে ম্যাচে খেলেন ১৮২ রানের ইনিংস। ওই ইনিংস খেলার পর থেকেই দলে আসার আলোচনায় ছিলেন তিনি। চূড়ান্ত দলে শুরুতে না থাকলেও এবার মিলেছে ডাক।
এশিয়া কাপ খেলতে ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ দল। ১৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে মাশরাফি মর্তুজারা।
এশিয়া কাপের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান , তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি ও মুমিনুল হক।
Comments