পাকিস্তানকে গোল দিয়ে বাংলাদেশের ব্যতিক্রমী উদযাপন
তপু বর্মণ গোল করে জার্সি খুলে ছুটলেন দুরন্ত গতিতে। তার পিছু ছুটল গোটা দল। হঠাৎ থমকে দাঁড়িয়ে তাকে কিছু একটা বললেন ওয়ালি ফয়সাল। মুহূর্তেই কয়েকজন লাইন ধরে দাঁড়ালেন, বিপরিত মুখি হয়ে তপু গুলির ভঙ্গিমা করতেই লুটিয়ে পড়লেন তারা । পাকিস্তানকে হারিয়ে এমনই ব্যতিক্রমী উদযাপন করেছে বাংলাদেশ দল।
বৃহস্পতিবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের ম্যাচে তপুর ওই গোলেই পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ।
পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশের উদযাপন নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে বিশেষ কোন কারণে নয়, এমনিতেই নাকি এমন উদযাপন করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তা জানান ম্যাচ সেরা তপু, 'আসলে ওয়ালি ভাই বলল এটা করতে তাই করলাম। এমনিতেই করেছি।'
অবশ্য জার্সি খোলার কারণে উদযাপনের পর পরই হলুদ কার্ড দেখতে হয়েছে গোলদাতা তপুকে।
৮৫ মিনিটে বাংলাদেশের জয় সূচক গোলের উৎস বিশ্বনাথ ঘোষ। তার লম্বা থ্রো থেকে বক্সে জটলার মধ্যে হেড হয়। ফাঁকায় বল পেয়ে যান তপু। ঠান্ডা মাথার হেডে জালে জড়িয়েই উল্লাসে মাতেন তিনি।
প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও পেনাল্টি থেকে গোল করেছিলেন তপু। ডিফেন্ডার হয়েও টুর্নামেন্টে ২ গোল হয়ে গেছে তার। ২ ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে গেছে।
Comments