ব্লগার বাচ্চু হত্যার সঙ্গে ‘জড়িত’ ২ জঙ্গি নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কাকা ওরফে বোমা শামিম এবং এখলাস নামে দুই জঙ্গি নিহত হয়েছেন।
Blogger Bachchu
ব্লগার বাচ্চু। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কাকা ওরফে বোমা শামিম এবং এখলাস নামে দুই জঙ্গি নিহত হয়েছেন।

আজ (৭ সেপ্টেম্বর) ভোররাত পৌনে ২টায় উপজেলার হাষাড়া কেসি রোডে বন্দুকযুদ্ধে তারা নিহত হন। এ সময় দুজন এসআই ও একজন কনস্টেবল আহত হয়েছেন।

এ সময় জঙ্গিদের কাছ থেকে দুটি চাপাতি, ১১টি ককটেল, ১টি পিস্তল ও ১টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

এসব তথ্য দিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা বলেন, ভোররাত দেড়টা- পৌনে ২টার দিকে ঢাকা থেকে এই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে মহাসড়কে ওঠে। পরে পুলিশ তাদের থামার জন্যে সিগন্যাল দেয়। তারা সিগন্যাল উপেক্ষা করে মহাসড়কের পাশে হাষাড়া কেসি রোডে ঢুকে পড়ে। পুলিশ ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে জঙ্গিরা মারা যায়।

এতে তিন পুলিশ আহত হন বলেও জানান তিনি।

এদিকে, ডিআইও-১ (ডিপুটি ইন্টেলিজেন্স অফিসার) নজরুল ইসলাম জানান, নিহত জঙ্গিরা সিরাজদিখানের ব্লগার বাচ্চু হত্যার সঙ্গে জড়িত।

Comments