হাতিরঝিলে বাস দুর্ঘটনায় নর্থ সাউথের শিক্ষার্থী নিহত
রাজধানীর হাতিরঝিল এলাকায় বাস দুর্ঘটনায় বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত ৮টার দিকে বাস থেকে নামার সময় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফাহিম রাফি (২০) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি রাজধানীর বাসাবোর সবুজবাগ এলাকার মনিরুজ্জামানের ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ফাহিমকে খিদমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকেই তার পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়। ফাহিমের বাবা মনিরুজ্জামান তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১০টার দিকে না ফেরার দেশে পাড়ি জমায় ফাহিম।
ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চ মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে।
Comments