মেসিকে সেরা বলায় সতীর্থকে যা বলেছিলেন রোনালদো
ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন সময়েই উত্থান হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ঠিক সময়ে বিশ্ব ফুটবলে উঠে আসেন বার্সেলোনার লিওনেল মেসিও। দ্বৈরথটা তখন থেকেই শুরু। এখনও বিদ্যমান। তবে সে সময়ে ম্যানইউর সতীর্থরা মেসিকে সেরা বললে বেশ মজাদার উত্তরই দিতেন এ পর্তুগিজ তারকা।
সম্প্রতি ইংলিশ দৈনিক মিররকে দেওয়া পিটার ক্রাউচের এক সাক্ষাৎকারে বিষয়টি উঠে আসে। জাতীয় দলের সতীর্থ ও সাবেক ম্যানইউ তারকা রিও ফার্দিনান্দ বলেছেন বলে জানান ক্রাউচ। ম্যানচেস্টারে থাকাকালীন সময়ে মাঝে মধ্যেই আয়নার সামনে নগ্ন হয়ে রোনালদো নিজেকে বলতেন, ’আহা আমি কতো সুন্দর।’
আর ঠিক তখনই ফার্দিনান্দ সহ অন্যান্য সতীর্থরা তাকে খোঁচা দিয়ে বলতো। ‘তাতে কি লিওনেল মেসি তোমার চেয়ে ভালো খেলোয়াড়।’
আর তখন স্রাগ করে নিজের নগ্ন দেহ দেখিয়ে হেসে বলতেন, ‘ওহ হ্যাঁ! কিন্তু মেসির এটা নেই।’
চলতি মৌসুমে ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লেখান রোনালদো। ইতালিতে নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ খেলোয়াড়। দারুণ খেললেও এখনও গোলের দেখা পাননি তিনি।
তবে ক্যারিয়ারের শুরু থেকেই অনুশীলনে কঠিন পরিশ্রম করে আসছেন রোনালদো। যার ফলে এখনও নিজের ফিটনেস ধরে রেখেছেন ঈর্ষনীয় রকম ভাবে। বয়স ৩৩ পার হলেও এখন নিজেকে তরুণই মনে করেন তিনি। জুভেন্টাসে যোগ দেওয়ার পর এমনটাই বলেছিলেন এ তারকা।
Comments