‘বার্সার জার্সি না পরা পর্যন্ত আমি ম্যানইউর খেলোয়াড়’
চলতি গ্রীষ্মের দল বদল শেষ। তবুও থামেনি গুঞ্জন। ধারণা করা হচ্ছে আগামী শীতের দল বদলেই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে বার্সেলোনায় যোগ দিচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা পল পগবা। এ সকল গুঞ্জনে কান না দিতে বললেন এ ফরাসী। তবে দল যে ছাড়তে চান তার ইঙ্গিতটা ঠিকই দিয়েছেন এ তারকা।
শুরু থেকেই ম্যানচেস্টারে সময়টা ভালো যাচ্ছে না পগবার। কোচ হোসে মরিনহোর সঙ্গে দ্বন্দ্বটা লেগেই আছে। যদিও সম্পর্কটা ঠিক করতে অনেক চেষ্টাই চালানো হচ্ছে ক্লাবের পক্ষ থেকে। কিন্তু কিছুতেই যেন কাজ হচ্ছে না। তার প্রমাণ পগবা আবারো দিলেন দল বদলের ইঙ্গিত দিয়ে।
এর আগে দল বদলের কথা উঠলেও কখনও কোন ক্লাবের নাম বলেননি পগবা। এবারই প্রথম বার্সেলোনার নাম সরাসরি তুলেছেন। টেলিফুটকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আপনি আমাকে যতদিন বার্সেলোনার জার্সি গায়ে না দেখবেন, ততদিন আমি ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়। বাকি সব গুঞ্জন। দল বদলের কথা যদি বলেন, আমি একটি চুক্তির মধ্যে আছি। ’
ম্যানচেস্টার বস মরিনহোর সঙ্গে তার সম্পর্কের কথা জানতে চাইলে বলেন, ‘কোচের সঙ্গে সবসময়ই কিছু জিনিস থাকে। আমাদের সম্পর্ক আগের মতোই আছে, ম্যানেজার-খেলোয়াড়। আমাদের দুই জনেরই একই লক্ষ্য। আর সেটা হচ্ছে জয়।’
Comments