জাদেজা লড়লেন তবু নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতেই
ইংল্যান্ডের লেজের দৃঢ়তায় কাহিল দশা হয়েছিল ভারত। বিপদে পরা ভারতের লেজ নিয়েও দারুণ লড়াই করেছেন রবীন্দ্র জাদেজা। তবু আনতে পারেননি লিড। উলটো দ্বিতীয় ইনিংসে নেমে অনেকখানি এগিয়ে গেছে স্বাগতিকরা।
ওভাল টেস্টের তৃতীয় দিনে ভারতের ইনিংস শেষ হয় ২৯২ রানে। ৪০ রানের লিড পাওয়া ইংলিশরা দ্বিতীয় ইনিংসে নেমে ২ উইকেটে ১১৪ রান নিয়ে শেষ করেছে দিনের খেলা।
ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ৭১ রান করেছিলেন অ্যালিস্টার কুক। দ্বিতীয় ইনিংসেও রান পাচ্ছেন তিনি। অপরাজিত আছেন ৪৬ রানে। সঙ্গী জো রুটের রান ২৯।
সকালে ৬ উইকেটে ১৭৪ রান নিয়ে শুরু করেছিল ভারত। রবীন্দ্র জাজেদার সঙ্গে জমাট হয়ে অভিষেক টেস্ট মাতাতে থাকেন হনুমা বিহারি। দুজনের জুটিতে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল ভারত।
মঈনের বলে ৫৬ রানে বিহারির বিদায়ে ভাঙে জুটি। এরপর ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বোমরাহরা অল্প বিস্তর চেষ্টা করলেও একাই চালিয়ে গেছেন জাদেজা। সবাই আউট হলেও ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি।
জবাবে দ্বিতীয় ইনিংসেও মন্থর শুরু করেন দুই ইংলিশ ওপেনার। কিটন জেনিংস অবশ্য বেশিক্ষন টেকেননি, ওয়ানডাউনে নামা মঈনও ফেরেন ২০ রান করেই। তবে বিপদ আর বাড়তে না দিয়ে ক্রিজ আকড়ে রেখে ব্যাট করে চলেছেন কুক-রুট।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৩২
ভারত প্রথম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ১৭৪/৬) ৯৫ ওভারে ২৯২ (রাহুল ৩৭, ধাওয়ান ৩, পুজারা ৩৭, কোহলি ৪৯, রাহানে ০, বিহারি ৫৬, পান্ত ৫, জাদেজা ৮৬*, ইশান্ত ৪, শামি ১, বুমরাহ ০; অ্যান্ডারসন ২/৫৪, ব্রড ১/৫০, স্টোকস ২/৫৬, কারান ১/৪৯, মইন ২/৫০, রশিদ ১/১৯)
ইংল্যান্ড ২য় ইনিংস: ৪৩ ওভারে ১১৪/২ (কুক ৪৬*, জেনিংস ১০, মইন ২০, রুট ২৯*; বুমরাহ ০/২৬, ইশান্ত ০/১১, শামি ১/৩২, জাদেজা ১/৩৬)
Comments