তরুণ ব্রাজিলিয়ানে চোখ বার্সা-পিএসজির
শিরোনামে এসেছিলেন কদিন আগেই। মার্কিন যুক্তরাষ্ট্র ও এল সালভেদরের বিপক্ষে প্রীতি ম্যাচে তিতের দলে ডাক পেয়ে। আর তখন থেকেই লুকাস পাকুয়েতায় চোখ দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এবার তার উপর নজর দিয়েছে ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি)। এমন সংবাদই প্রকাশ করেছে কাতালান গণমাধ্যম দিয়ারিও স্পোর্ত।
ব্রাজিলের বিশ্বকাপ দলের প্রাথমিক তালিকাতে ছিলেন লুকাস। ৩৫ জনের তালিকায় থাকলেও চূড়ান্ত ২৩ জনের তালিকায় তার জায়গা হয়নি। তবে কদিন আগেই প্রীতি ম্যাচে জায়গা করে নিয়েছিলেন। প্রথম ম্যাচেই নজর কাড়েন। তার খেলা দেখে মুগ্ধ হয়েছেন অধিনায়ক নেইমারও। এরপরই পিএসজিকে জানিয়েছেন তাকে দলে টানতে। আর তাই আগামী বছর পিএসজির সঙ্গে বার্সেলোনার নতুন দ্বন্দ্ব আশংকা করছে দিয়ারিও স্পোর্ত। এমনিতেই পিএসজির সঙ্গে সম্পর্কটা ভালো নয় বার্সেলোনার।
লুকাস বর্তমানে খেলেন ব্রাজিলের ফ্লামেঙ্গোতে। আগামী ২০১৯ সালের দল বদলে তিনিই বার্সেলোনার প্রথম লক্ষ্য বলেই জানিয়েছে দিয়ারিও স্পোর্ত। ২১ বছর বয়সী এ তারকাকে বর্তমান ব্রাজিলের অন্যতম সেরা প্রতিভা মানা হয়। ২০১৭ সাল থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলে আসছেন এ তরুণ। আর্থার মেলোর পর বার্সেলোনা এবার তার সঙ্গী হিসেবে এ ব্রাজিলিয়ানকেই চায় বলেই জানিয়েছে কাতালান গণমাধ্যমটি।
লুকাস মূলত মধ্যমাঠের খেলোয়াড়। খেলতে পারেন মাঝ মাঠের যে কোন পজিশনেই। ব্রাজিল যুব দলের অন্যতম ভরসা ছিলেন তিনি। সিনিয়র দলেও তিতের আস্থা অর্জন করেছেন। ২০২০ সাল পর্যন্ত ফ্লামেঙ্গোর সঙ্গে চুক্তি রয়েছে লুকাসের। তার রিলিজ ক্লজ ৫০ মিলিয়ন ইউরো। তবে তার সাম্প্রতিক ফর্মে মূল্যটা আরও বাড়বে বলেই ধারণা করছে কাতালান পত্রিকাটি।
Comments