কুকের টেস্টে বিশাল হারের সামনে ভারত

জীবনের শেষ টেস্ট খেলতে নামা অ্যালিস্টার কুক করলেন দারুণ এক সেঞ্চুরি। সেঞ্চুরি পেলেন জো রুটও। এই দুজনের ব্যাটে বিশাল লিড নিয়েই ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। রেকর্ড রান তাড়ায় ভয়াবহ শুরু হয় ভারতের। চতুর্থ দিনেই তাই মোটামুটি ঠিক হয়ে গেছে ওভাল টেস্টের ভাগ্য।

প্রথম ইনিংসে ৭১ রান করা কুক দ্বিতীয় ইনিংসে খেলেন ১৪৭ রানের ইনিংস। রুট করেন ১২৫ রান। তাতে ৮ উইকেটে ৪২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৬৪। বিপুল লক্ষ্যে নেমে ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করেছে ভারত। শেষ দিনে ম্যাচ বাঁচাতে বাকি ৭ উইকেট নিয়ে পুরো দিন ব্যাট করতে হবে তাদের। 

আরও পড়ুন- শুরুর মতো শেষ টেস্টেও কুকের সেঞ্চুরি

বিশাল লক্ষ্যে ভারতের শুরুটা হয় ভয়াবহ। ২ রানেই পড়ে যায় ৩ উইকেট। পুরো সিরিজে রান পাওয়া অধিনায়ক বিরাট কোহলি এবার ফিরে যান গোল্ডেন ডাক পেয়ে। বিপর্যস্ত দলকে টেনে তুলার চেষ্টা করছেন লোকেশ রাহুল ও আজিঙ্কা রাহানে। রাহুল ৪৬ ও রাহানে ১০ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে পুরো দিনটাই ছিল কুকময়। সেঞ্চুরি করেছেন রুটও। তবে ক্যারিয়ারের শেষ টেস্ট হওয়ায় সব আলো কেড়ে নেন ইংলিশ বাঁহাতি ব্যাটসম্যান।

২০০৬ সালে নাগপুরে ভারতের বিপক্ষে সেঞ্চুরি দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন কুক। এক যুগ পর সেই ভারতের বিপক্ষেই সেঞ্চুরি দিয়ে ইতি টানলেন তিনি। কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে টেস্টে ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে অবসরে যাচ্ছেন এই ব্যাটসম্যান। বাঁহাতি ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে রান সংগ্রহে তিনিই এক নম্বরে।

কুক-রুটের ব্যাটের ঝাঁজে সুবিধে করতে পারেননি প্রথম ইনিংসে দারুণ বল করা ভারতীয় পেসাররাও। বরং ওভালে ঘুরেছে স্পিনারদের বল। রবীন্দ্র জাদেজা আর অভিষিক্ত হনুমা বিহারি পেয়েছেন ৩টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৩২

ভারত প্রথম ইনিংস: ২৯২

ইংল্যান্ড ২য় ইনিংস: (তৃতীয় দিন শেষে ১১৪/২) ১১২.৩ ওভারে ৪২৩/৮ ডিক্লে. (কুক ১৪৭, জেনিংস ১০, মইন ২০, রুট ১২৫, বেয়ারস্টো ১৮, স্টোকস ৩৭, বাটলার ০, কারান ২১, রশিদ ২০*; বুমরাহ ০/৬১, ইশান্ত ০/১৩, শামি ২/১১০, জাদেজা ৩/১৭৯, বিহারি ৩/৩৭)

ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৪৬৪) ১৮ ওভারে ৫৮/৩ (রাহুল ৪৬, ধাওয়ান ১, পুজারা ০, কোহলি ০, রাহানে ১০*; অ্যান্ডারসন ২/২৩, ব্রড ১/১৭, মইন ০/৮, কারান ০/১, স্টোকস ০/৮)

 

 

Comments

The Daily Star  | English

Who are Iran’s allies? And would any help if the US joins Israel in its war?

So, as the pressure mounts on Iran, has it been left to fight alone? Or does it have allies that could come to its aid?

31m ago