ছিটকেই গেলেন চান্দিমাল

আঙুলের চোটে এশিয়া কাপ খেলা নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা ছিল দিনেশ চান্দিমালের। অল্প যেটুকু আশা ছিল তাও শেষ হয়ে গেছে। চোট না সারায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন এই ব্যাটসম্যান। তার জায়গায় ডাক মিলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা।
Dinesh Chandimal
শ্রীলঙ্কা দলের অধিনায়ক দিনেশ চান্দিমাল ছবি: এএফপি ফাইল

আঙুলের চোটে এশিয়া কাপ খেলা নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা ছিল দিনেশ চান্দিমালের। অল্প যেটুকু আশা ছিল তাও শেষ হয়ে গেছে। চোট না সারায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন এই ব্যাটসম্যান। তার জায়গায় ডাক মিলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা।

চান্দিমাল চোট পান ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে। চোট থেকে তিনি সেরে উঠবেন এই আশায় ১৬ জনের মূল দলে ছিলেন তিনি। কিন্তু

ডিকভেলা অবশ্য শুরুতেই মূল দলে থাকতে পারতেন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে তার পারফরম্যান্স ছিল বেশ ভালো। প্রথমে দলে না থাকলেও চোটের কারণে হলেও নির্বাচকদের মন জয় করেছেন তিনি।

১৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে শ্রীলঙ্কা।

ওয়ানডের শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), কুসল পেরেরা, কুসল মেন্ডিস, উপুল থারাঙ্গা, নিরোশান ডিকভেলা, দানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা দনাঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোন্সো, কাসুন রাজিথা, সুরাঙ্গা লাকমল, দুশমন্থ চামিরা, লাসিথ মালিঙ্গা।

Comments

The Daily Star  | English

Army given magistracy power

The government last night gave magistracy power to commissioned army officers with immediate effect for 60 days in order to improve law and order.

4h ago