যুব এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে পাকিস্তান-শ্রীলঙ্কা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে পড়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। ২৯ সেপ্টেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে হতে যাচ্ছে টুর্নামেন্টটি।
সোমবার আট দল নিয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টের সূচি দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবার ‘এ’ গ্রুপে খেলবে ভারত, আফগানিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ এবং চট্টগ্রামে হবে গ্রুপ পর্বের খেলা। ‘এ’ গ্রুপের সব খেলা হবে বিকেএসপিতে। ‘বি’ গ্রুপের খেলা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ও এমএ আজিজ স্টেডিয়ামে।
৪ ও ৬ অক্টোবর দুই সেমিফাইনাল এবং ৭ অক্টোবর ফাইনাল খেলা হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
Comments