মদ্রিচকেই সেরা মানছেন মেসি, জানালেন সুয়ারেজ
গত মৌসুমের সেরা ফুটবল তারকা কে ছিল? জানা যাবে আর কিছু দিন পরই। তবে এর আগে নানা মুনি নানা ধরণের মতামত দিয়ে আসছেন। অধিকাংশ খেলোয়াড়ই বলছেন ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে নেওয়া রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচই এ বছরের সেরা খেলোয়াড়। বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজও ভাবছেন তাই। এমনকি তার আর্জেন্টাইন সতীর্থ লিওনেল মেসিও তাই ভাবছেন বলে জানালেন।
প্রায় এক দশক পর ফিফা বর্ষসেরা তালিকার সংক্ষিপ্ত তালিকায় নেই মেসির নাম। আছেন তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো। তার সঙ্গে আছেন মদ্রিচ ও লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহও। এদের মধ্যে মদ্রিচকেই ফিফা বর্ষসেরার পুরষ্কারের দাবীদার বলে জানালেন সুয়ারেজ, ‘স্বাভাবিকভাবে সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। এটা খুব সহজ ১০ ছেলেকে জিজ্ঞাসা করলে নয় জনই এ কথা বলবে। তবে চলতি বছরে লুকা এর দাবীদার। এমনকি মেসিও জানে সে এ পুরষ্কারের দাবীদার।’
কদিন আগেই উয়েফার বর্ষসেরা পুরষ্কার পেয়েছেন মদ্রিচ। তবে তার তীব্র সমালোচনা করেছেন রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডিস। তবে মদ্রিচেরই পুরষ্কার প্রাপ্য জানিয়ে সুয়ারেজ আরও বলেন, ‘যোগ্য হওয়াতেই সে (মদ্রিচ) ইউরোপের সেরা খেলোয়াড় হয়েছে। যদি সে ইউরোপের সেরা হতে পারে তাহলে বিশ্বের সেরা হতে তাকে আর কি করতে হবে আমি জানি না। আমার মনে হয় সে সব করেছে। আমার দৃষ্টিতে এটা (সেরা খেলোয়াড়ের পুরষ্কার) তার কাছেই যাচ্ছে। ’
গত মৌসুমে পিচিচি ট্রফি জিতেছেন মেসি। ক্লাবের হয়ে জিতেছেন লা লিগা ও কোপা দেল রে। তারপরও মেসির সেরা তিনে না থাকা কিছুটা হলেও বিস্ময় জাগিয়েছে। তবে সুয়ারেজ জানান মেসি এ নিয়ে কিছুই ভাবছেন না। তার মনোযোগ খেলার দিকেই, ‘আমার মনে হয় না এ সব পুরষ্কার মেসির অর্জনে কোন প্রভাব ফেলবে। সে গোল করতে পছন্দ করে এবং জয় পেতে। ’
তবে মাঠের খেলায় মেসি তার পুরষ্কার পেয়েছেন বলেই জানান সুয়ারেজ, ‘মাঠের খেলায় যে পুরষ্কার বেশি মূল্যবান সেটা মেসি পেয়েছে। সেরা গোলদাতার পুরষ্কার আপনি কখনোই কেড়ে নিতে পারবেন না কারণ আপনি এটা খেলে জিতেছেন। কোন খেলোয়াড় কিংবা সাংবাদিকের ভোটে নয়।’
Comments