শাহাজালালে ১৬০০ কেজি নতুন মাদক ‘খাট’ জব্দ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬০০ কেজি নতুন সাইকোঅ্যাক্টিভ পদার্থ (এনপিএস) ‘খাট’ এর চালান জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির সহকারী কমিশনার শারমিন জাহান বলেন, ইথিওপিয়া থেকে দেশি ডাকযোগে আসা এই মাদক বিমানবন্দরের কার্গো ইউনিট থেকে জব্দ করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইডির গুরুতর অপরাধ স্কোয়াডের একটি দল চালানটি জব্দ করে। সবুজ চায়ের মতো দেখতে এই মাদক পানিতে দ্রবীভূত করে সেবন করা হয়।
এর আগে, গত ৩১ আগস্ট ৪৬০ কেজি এবং ৮ সেপ্টেম্বর ১৬০ কেজি একই ধরনের মাদকের চালান কাস্টমস কর্মকর্তাদের হাতে আটক হয়েছিল।
Comments