চাঁদাবাজি মামলায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের জামিন
চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।
মোজাম্মেলের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার জামিন আবেদনের প্রেক্ষিতে মহানগর হাকিম মোহাম্মদ মাজহারুল হক আজ (১১ সেপ্টেম্বর) এই রায় দেন।
তবে কাফরুল পুলিশ গতকাল মোজাম্মেলের বিরুদ্ধে বিস্ফোরক আইনে অপর একটি মামলা দায়ের করায় তাকে এখন কারাগারেই থাকতে হচ্ছে।
এদিকে, ব্যারিস্টার বড়ুয়া দ্য ডেইলি স্টারকে বলেন, মোজাম্মেলের কারাগার থেকে বের হতে কোনো বাধা নেই। কেননা, তাকে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদনের শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রাত ৩টার দিকে মোজাম্মেলকে তার নারায়ণগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর দুদিন পর রাজধানীর মিরপুর থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।
মামলায় বলা হয়, বাদী মোহাম্মদ দুলাল গত ৩ সেপ্টেম্বর মিরপুরের সনি সিনেমা হলের সামনে মোজাম্মেলকে ১০ হাজার দিয়েছিলেন। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব নিজেকে একজন পরিবহন নেতা হিসেবে পরিচয় দিয়ে দুলালের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর কয়েক ঘণ্টা পর তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়।
Comments