কেমন কাটছিলো কিশোরের দিন?

kishore
কণ্ঠশিল্পী কিশোর। ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী কিশোর শ্রোতাদের উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় গান। সেই ধারাবাহিকতায় অনেকদিন পর নতুন গান নিয়ে আসছেন তিনি।

নতুন এই ‘কাটছিলো দিন’ শিরোনামের গানটির কথা লিখেছেন গালিব সরদার। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর নিজেই। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

ভিডিওটিতে মডেল হিসেবে দেখা যাবে শারিকা ও বাঁধনকে।

গানটি প্রসঙ্গে কিশোর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এটি পুরোপুরি প্রেমের গান। নিজের মতো করে গানটি বানিয়েছি। ডিএমএস-এ এটি আমার প্রথম গান। আশা করছি দর্শক-শ্রোতাদের তা ভালো লাগবে।”

ধ্রুব মিউজিক স্টেশন থেকে আগামী বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ করা হবে গানটির ভিডিও। এছাড়াও, এটি শোনা যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Comments

The Daily Star  | English

US at war with Iran's nuclear programme, not Iran: JD Vance

Iran's top security body to decide on Hormuz closure following parliament approval

12h ago