দুবাইয়ে সালমান-প্রিয়াঙ্কার গোপন বৈঠক?

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অভিনেতা সালমান খানের বোন অর্পিতা খান শর্মাকে অন্তত এক হাজার বার ফোন দিয়েছিলেন ‘ভারত’-এ ফিরে আসার অনুরোধ জানিয়ে- এমন কথা সালমান খান বিভিন্ন সময় বলেছেন।
Salman Khan and Priyanka Chopra
বলিউড তারকা সালমান খান ও প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অভিনেতা সালমান খানের বোন অর্পিতা খান শর্মাকে অন্তত এক হাজার বার ফোন দিয়েছিলেন ‘ভারত’-এ ফিরে আসার অনুরোধ জানিয়ে- এমন কথা সালমান খান বিভিন্ন সময় বলেছেন।

শুধু তাই নয়, ছবিটির পরিচালক আলি আব্বাস জাফরকেও ফোন দিয়েছিলেন এই সাবেক বিশ্বসুন্দরী- সে খবরও সালমানের বরাত দিয়ে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

এদিকে, আজ (১২ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়া জানায়, শুধু ফোন কলের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না ‘বেওয়াচ’ অভিনেত্রী। তিনি সশরীরে সাক্ষাৎ করেছেন সাল্লু ভাইয়ের সঙ্গে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, সম্প্রতি দুবাইয়ে ভাইজানের সঙ্গে দেখা করে প্রিয়াঙ্কা তাকে অনুরোধ করেছেন ‘ভারত’-এ তার অন্তর্ভূক্তির বিষয়ে।

উল্লেখ্য, বলিউডের নতুন চলচ্চিত্র ‘ভারত’-এ প্রিয়াঙ্কা চোপড়াকে নেওয়া হয়েছিলো সালমান খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে। ছবিটির শুটিং শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছবিটি থেকে নাম কাটেন ‘বরফি’ অভিনেত্রী।

এ ঘটনায় ভীষণ চটে যান সালমান। গণমাধ্যমকে বলেন, তিনি প্রিয়াঙ্কার সঙ্গে আর কোনো দিন অভিনয় করবেন না। ঘোষণা দেন, প্রিয়াঙ্কার পরিবর্তে সেই চরিত্রে নেওয়া হয়েছে ক্যাটরিনা কাইফকে।

এরপর হঠাৎ খবর বের হতে থাকে যে ‘ভারত’-এ ফিরতে আগ্রহী প্রিয়াঙ্কা। আর এ নিয়ে এখনো চলছে তার দেনদরবার। ছবিটি আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

1h ago