প্রবাসী বাংলাদেশিদের সমর্থনের আশায় মাহমুদউল্লাহ
সংযুক্ত আরব আমিরাতে জীবিকার প্রয়োজনে প্রচুর বাংলাদেশির বাস। এশিয়া কাপে দেশটির দুই শহর দুবাই ও আবুধাবিতে বাংলাদেশের খেলায় তাদের সমর্থন প্রত্যাশা করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
৯ সেপ্টেম্বর দুবাইতে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানকার আইসিসি একাডেমি মাঠে প্রতিদিনই চলছে দলের অনুশীলন। ভিসা জটিলতায় রুবেল হোসেন ও তামিম ইকবাল শুরুতে দলের সঙ্গে যেতে পারেননি। মঙ্গলবার ভিসা পাওয়ার পর উড়াল দিয়ে দুজনই যোগ দিয়েছেন।
মঙ্গলবার দলের অনুশীলন শেষে প্রবসীদের মাঠে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান, ‘আমার মনে হয় অনেক ভালো সমর্থন পাব কারণ অনেক বাংলাদেশি এখানে থাকেন। আশা করি তারা খেলা দেখতে আসবেন এবং আমাদের সমর্থন দেবেন।’
১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শেষ স্মৃতি অম্লমধুর। নিদহাস কাপ টি-টোয়েন্টিতে ওদের হারিয়ে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। কিন্তু গেল জানুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় কাপের ফাইনালে হারতে হয়েছিল লঙ্কানদের কাছে। তাদের হারাতে তাই সেরাটা দেওয়ার আশা তার, ‘আমার মনে হয় শ্রীলঙ্কার সঙ্গে কিছু দিন আগেও আমাদের ভাল স্মৃতি আছে। কিন্তু শ্রীলঙ্কা খুব ভাল দল। তারা ভাল ক্রিকেট খেলছে, ওদের হারাতে হলে সেরাটাই ঢেলে দিতে হবে। দেশে আমরা বেশ ভাল প্রস্তুতি নিয়েছি। আশা করি সেটা মাঠে প্রয়োগ করতে পারব।’
বাংলাদেশকে ভাবাচ্ছে আরব আমিরাতের কন্ডিশন। আপাতত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টায় মাহমুদউল্লাহরা, ‘এই মুহুর্তে আবহাওয়া বেশ গরম। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।’
Comments