প্রজ্ঞাপন ছাড়া বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করায় বিক্ষোভ
সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন ছাড়াই ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা অবিলম্বে কোটা সংস্কারের প্রজ্ঞাপন দাবি করেন।
আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করেন। বিভিন্ন এলাকা ঘুরে মিছিলটি রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সেখানে কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেন, ‘আমরা কোটা বাতিলের দাবি করিনি। আমরা সংস্কার চেয়েছিলাম। প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিল করার ঘোষণা দিয়েছেন।’
‘প্রধানমন্ত্রী চাইলে কোটা বাতিল করতে পারেন। কিন্তু কোটা সংস্কার করতে হলে পাঁচ দফা দাবির আলোকেই তা করতে হবে।’
আন্দোলনকারী শিক্ষার্থীরা গতকাল বলেছিলেন, ৪০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের আগেই কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করতে হবে। কিন্তু এদিন বিকেলেই ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
এই বিসিএসের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে সরকারের সবশেষ গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত হবে বলে বিপিএসসি সূত্রে জানা গেছে।
Comments