বাংলাদেশ দিয়ে কলকাতা পর্যন্ত বুলেট ট্রেন চালু করার ইচ্ছা চীনের
চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর কুনমিং থেকে মিয়ানমার ও বাংলাদেশের ওপর দিয়ে ভারতের কলকাতা পর্যন্ত বুলেট ট্রেন চালু করার কথা ভাবছে চীন। গতকাল কলকাতায় চীনের কনসাল জেনারেল মা ঝানউ এক অনুষ্ঠানে তার দেশের এই ভাবনার কথা জানিয়েছেন।
ভারতের এনডিটিভির খবরে বলা হয়, কনসাল জেনারেল মা ঝানউ বলেন, চীন ও ভারত যৌথভাবে উদ্যোগী হলে শহর দুটির মধ্যে বুলেট ট্রেন সার্ভিস চালু করা যায়।
‘এটি বাস্তবায়িত হলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কুনমিং থেকে কলকাতার মধ্যে যাতায়াত করা সম্ভব হবে।’ এই প্রকল্প থেকে বাংলাদেশ ও মিয়ানমারও উপকৃত হবে বলে ওই চীনা কূটনীতিক মনে করেন।
তিনি বলেন, কুনমিং থেকে কলকাতা পর্যন্ত ২,৮০০ কিলোমিটার রেললাইনের পাশ দিয়ে বিভিন্ন শিল্প গড়ে তুলতে পারব আমরা। এই রুটের সঙ্গে যুক্ত সবগুলো দেশই এর সুফল পাবে। কুনমিংয়ে ২০১৫ সালে গ্রেটার মেকং সাব-রিজিওন নিয়ে যে সম্মেলন হয়েছিল সেখানেও এই রেল লাইনের কথা উঠেছিল বলে তিনি উল্লেখ করেন।
কুনমিং থেকে কলকাতা পর্যন্ত সিল্ক রুট পুনরায় চালু করার জন্য চীন চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নতুন রেল রুট প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমারের মধ্যে বাণিজ্য উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে।
Comments