খালেদার অনুপস্থিতিতে বিচার সংক্রান্ত আদেশ ২০ সেপ্টেম্বর

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার বিচারকাজ চালানো যাবে কী না সে বিষয়ে রায় দেওয়া হবে আগামী ২০ সেপ্টেম্বর।
এ সংক্রান্ত শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান আজ (১৩ সেপ্টেম্বর) এই তারিখ ঘোষণা দেন।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আইনজীবী মোশাররফ হোসেন আজ সেই শুনানিতে অংশ নিয়েছিলেন।
গতকাল পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসা বিশেষ আদালতে বিএনপি প্রধান উপস্থিত ছিলেন না। ফলে আদালত শুনানি পিছিয়ে দেন। খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচারকাজ চলবে কী না সে বিষয়ে জানতে চান আদালত।
এর আগে, কারাগার কর্তৃপক্ষ খালেদা জিয়ার উপস্থিত থাকার বিষয়ে অনিচ্ছার কথা আদালতকে জানায়।
এরপর, খালেদার আইনজীবী এক আবেদনে বলেন, সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া কারাগারে স্থাপিত অস্থায়ী আদালত খালেদার বিচারকাজ চালাতে পারেন না।
গত ৪ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এক গেজেট প্রজ্ঞাপনে জানায় যে খালেদা জিয়ার নিরাপত্তার কারণে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত আদালত তার বিচারকাজ চালিয়ে যাবে।
Comments