চার দলের গ্রুপে বাংলাদেশের মেয়েরা

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসরের আয়োজক দেশ হচ্ছে কারা তা নির্ধারিত হয়নি এখনও। তবে এর আগেই হয়ে গেল এ আসরের ড্র। চার দলের গ্রুপ হলেও তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গে রয়েছে নেপাল, ভুটান ও পাকিস্তান।

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসরের আয়োজক দেশ হচ্ছে কারা তা নির্ধারিত হয়নি এখনও। তবে এর আগেই হয়ে গেল এ আসরের ড্র। চার দলের গ্রুপ হলেও তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গে রয়েছে নেপাল, ভুটান ও পাকিস্তান।

বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসরের ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও ভুটান ফুটবল ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক বিন্দু দর্জি।

আয়োজক নির্ধারণের আগে ড্র অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে হেলাল বলেন, ‘সম্ভাব্য আয়োজক শ্রীলঙ্কা। তালিকায় তারাই সবার উপরে আছে। এছাড়াও আছে নেপাল। তবে এ মাসের মধ্যেই আয়োজক দেশ এবং ভেন্যুর বিষয়টি চূড়ান্ত করে ফেলব।’

গত বছর গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল শক্তিশালী ভারত। এবার ‘বি’ গ্রুপে ভারত খেলবে মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিপক্ষে। সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে চারবার। আর চারবারই শিরোপা জিতেছে ভারত। প্রথম তিন আসরে ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল নেপাল। তবে গত আসরে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

উল্লেখ্য, প্রাথমিক ভাবে আগামী ১৭ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা রয়েছে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। তবে কাছাকাছি সময়ের মধ্যে সূচি পরিবর্তন হতে পাড়ে বলে জানিয়েছেন হেলাল।

Comments