সালমান শাহ নতুন করে ইমরানের গানে
এবার সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের গান গাইলেন ইমরান। শুধু গানই নয়, গানের সঙ্গে মডেল হিসেবেও থাকছেন তিনি। গানের ভিডিওতে ইমরানের সহ-মডেল হিসেবে রয়েছেন নাজিফা তুশি।
আসছে ১৯ সেপ্টেম্বর প্রয়াত নায়ক সালমান শাহর জন্মদিন। দিনটিকে স্মরণ করে তার অভিনীত ‘প্রিয়জন’ ছবির ‘এ জীবনে যারে চেয়েছি’ গানটি কভার করেছেন ইমরান। নতুন করে গানটির সংগীতায়োজনও করেছেন তিনি। গানটির মূল শিল্পী হলেন সাবিনা ইয়াসমীন ও এন্ড্রু কিশোর। এটি লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর দিয়েছেন আলম খান।
সালমান শাহ’র জন্মদিনের আগের রাতে ১৮ সেপ্টেম্বর ‘অনুপম মুভি সং’ থেকে গানটির ভিডিও প্রকাশ করা হবে। গানটির ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।
ইমরান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সালমান শাহ আমার অসম্ভব পছন্দের একজন নায়ক। তার সবকিছুই আমার প্রিয়। আর যার গান শুনে প্লেব্যাক শিল্পী হওয়ার ইচ্ছা হয়েছিলো তিনি এন্ড্রু কিশোর। আমি দাদার গান কণ্ঠে তুলেছি। সঙ্গে সাবিনা ইয়াসমিন আপা এবং সুরকার আলম খান চাচারও অনেক ভক্ত আমি।”
‘এ জীবনে যারে চেয়েছি’ গানটির মূল সুরটি ঠিক রেখে সংগীতায়োজন করা হয়েছে উল্লেখ করে ইমরান বলেন, “যদি গানটি শ্রোতাদের একটু ভালো লাগে আমার শ্রম সার্থক হবে।”
Comments