৮ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরি প্রত্যাখান
সরকার নির্ধারিত পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৮,০০০ টাকাকে প্রত্যাখ্যান করা হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে।
আজ (১৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সরকার ঘোষিত সর্বনিম্ন মজুরি প্রত্যাখ্যান করে পোশাক শ্রমিকরা তা ১৬ হাজার টাকা করার দাবি জানান।
আমাদের স্টাফ সংবাদদাতা জানান, সকাল সাড়ে ১১টার দিকে গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ব্যানারে কয়েকশ শ্রমিক রাস্তা বন্ধ করে সরকারেরর সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। এর ফলে, সেই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এছাড়াও, একই সময়ে একইস্থানে আয়োজিত অপর এক প্রতিবাদ সমাবেশে গার্মেস্টস শ্রমিক ফ্রন্টেরা পক্ষ থেকে ন্যূনতম মাসিক বেতন ৮,০০০ টাকাকে প্রত্যাখ্যান করে তা ১৮ হাজার টাকা করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, গতকাল (১৩ ডিসেম্বর) দেশে একজন পোশাক শ্রমিকের সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা বলে আনুষ্ঠানিক ঘোষণা দেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। নতুন এই মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন:
Comments