আরও এক দুঃসংবাদ শুনল শ্রীলঙ্কা
এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে নামার আগে আরও একটি দুঃসংবাদ শুনেছে শ্রীলঙ্কা। ইনজুরির কারণে এবার দল থেকে ছিটকে গেছেন ব্যাটসম্যান দানুশকা গুনাথিলেকা।
সন্তান সম্ভাবা স্ত্রীর কারণে প্রথম দুই ম্যাচে নেই আকিলা ধনঞ্জয়া, চোটে পড়ে আগেই এশিয়া কাপ শেষ হয়েছে পড়েছেন দিনেশ চান্দিমাল। সেই না থাকার মিছিলে যোগ হলো আরও এক নাম। বুধবার সন্ধ্যায় পাওয়া পিঠের চোটে শেষ হয়েচ গেছে গুনাথিলেকার এশিয়া কাপ।
বাঁহাতি গুনাথেলিকার জায়গায় ডাক পেয়েছেন আরেক বাঁহাতি শিহান জয়সুরিয়াকে নেওয়া হয়েছে দলে।
শৃঙ্খলাভঙের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে নিষেধাজ্ঞায় ছিলেন গুনাথিলেকা। পরে প্রাদেশিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট দারুণ ফর্ম দেখিয়ে ফেরেন দলে। ঐ টুর্নামেন্টে ৩৫.২৮ গড়ে করেছিলেন ২৪৭ রান। কিন্তু দলে ফিরেও এবার ছিটকে গেলেন চোটের কারণে।
দক্ষিণ আফ্রিকা সিরিজেই ওয়ানডেতে খেলেছিলেন জয়সুরিয়া। তার ব্যাট থেকে পাওয়া যায়নি বড় কোন ইনিংস। চোট সমস্যার কারণে এবার তাকে শরণ করলেন নির্বাচকরা।
১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
Comments