তামিমের ম্যাচ শেষ, এশিয়া কাপও অনিশ্চয়তায়
ডান হাতের অনামিকায় চোট নিয়ে এশিয়া কাপ খেলতে এসেছিলেন তামিম ইকবাল। প্রথম ম্যাচ নেমেই পেলেন বাম হাতের কব্জিতে মারাত্মক চোট। এই চোটের পর এই ম্যাচে আর নামা হচ্ছে না তার। এমনকি অনিশ্চয়তা তৈরি হয়েছে বাকি টুর্নামেন্ট খেলা নিয়েও।
বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘তামিম মারাত্মক চোট পেয়েছে। প্রাথমিক পরীক্ষার পর দেখা গেছে এই ম্যাচে আর তার নামার অবস্থা নেই। পুরো টুর্নামেন্ট সে থাকবে কিনা দুই তিনদিন পর আবার পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে।’
ইনিংসের দ্বিতীয় ওভারে সুরাঙ্গা লাকমালের বলে লেগ সাইডে খেলতে গিয়েছিলেন তামিম। বল এসে লাগে তার কব্জিতে। মুহূর্তেই ব্যথায় কাতরাতে থাকেন তিনি। মাঠে থেকে তাৎক্ষণিকভাবে বেরিয়ে যাওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে সিটি স্ক্যানের পর তাকে এই মুহুর্তে খেলানোর ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট।
এশিয়া কাপ শুরুর আগেও চোট ছিল তামিমের। অনুশীলন ক্যাম্পে ডান হাতের অনামিকায় চোট পেয়েছিলেন এই ওপেনার। সিঙ্গাপুরে সিটিস্ক্যানের পর জানা গিয়েছিল সেখানে আছে সামান্য চিড়। তবে সপ্তাহ দুয়েকের মধ্যে তা সেরে যাওয়ায় প্রথম ম্যাচে তাকে নিয়েই নামতে পেরেছিল বাংলাদেশ।
Comments