ভারতকে হারিয়ে সাফের শিরোপা সেই মালদ্বীপের

গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ০-২ গলের ব্যবধানে হেরেছিল মালদ্বীপ। শ্রীলঙ্কার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর টস ভাগ্য জিতে সেমি ফাইনালে ওঠে তারা। কিন্তু নকআউট পর্বে উঠেই বদলে যায় মালদ্বীপ। ভারতকে ২-১ গোলে হারিয়ে সাফ সুজুকি কাপ ঘরে তুলে নিল দলটি।
চ্যাম্পিয়ন মালদ্বীপ। ছবি : ফিরোজ আহমেদ

গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ০-২ গলের ব্যবধানে হেরেছিল মালদ্বীপ। শ্রীলঙ্কার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর টস ভাগ্য জিতে সেমি ফাইনালে ওঠে তারা। কিন্তু নকআউট পর্বে উঠেই বদলে যায় মালদ্বীপ। ভারতকে ২-১ গোলে হারিয়ে সাফ সুজুকি কাপ ঘরে তুলে নিল দলটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার বল বেশি নিয়ন্ত্রণে রেখে খেলছিল ভারতই। মালদ্বীপ খেলতে থাকে পাল্টা আক্রমণে নির্ভর করে। তাতে ১৮ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। হাসান নাইজের পাস থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন ইব্রাহিম হুসেইন।

৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মালদ্বীপ। সতীর্থের বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে বোকা বানান আলি ফাসির। তবে ম্যাচের যোগ করা সময়ে ভারতের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন সুমিত পাসি।

২০০৮ সালে এই ভারতকেই ১-০ গোলে হারিয়ে প্রথম সাফ শিরোপা জিতেছিল মালদ্বীপ। ১০ বছর পর সেই ভারতকে হারিয়েই সাফের দ্বিতীয় শিরোপার স্বাদ পেল তারা। পাশাপাশি গ্রুপ পর্বে হারের প্রতিশোধও নিল তারা।

 

 

 

 

Comments