‘৫৭ ধারা বাতিল হলেও মামলা চলবে’
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, নতুন ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য সংসদে বিল পাস হলে বর্তমান আইসিটি আইনের ৫৭ ধারা আর থাকবে না। তবে বিলুপ্ত হলেও এই ধারায় হওয়া মামলাগুলোর বিচার কার্যক্রম অব্যাহত থাকবে।
মোস্তাফা জব্বার গতকাল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজক।
নতুন আইনের যে ধারাটি নিয়ে বিতর্ক চলছে সেই ৩২ ধারায় ‘গুপ্তচরবৃত্তি’ শব্দটি থাকবে না বলেও জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘প্রস্তাবিত আইনটির লক্ষ্য হবে ডিজিটাল অপরাধ প্রতিরোধ করা, বাক স্বাধীনতা হরণ করা নয়। দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশে বাধা হয়ে দাঁড়াবে না নতুন আইন। কিন্তু সেই সঙ্গে গোপনীয়তা ভঙ্গ করা দণ্ডনীয় অপরাধ হবে।’
তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমকে নিয়ন্ত্রণ করা প্রস্তাবিত এই আইনের লক্ষ্য নয়। সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় যারা গুজব ছড়িয়েছে প্রযুক্তির সহায়তা নিয়েই তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়েছে।
Comments