সুপার টাইফুন মাংখুতে লণ্ডভণ্ড ফিলিপাইন

সুপার টাইফুন মাংখুতের আঘাতে ফিলিপাইন থেকে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বহু সড়ক ক্ষতিগ্রস্ত এবং টেলিফোনসহ যাবতীয় যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ায় দেশটির গ্রামাঞ্চলের দিকে এই বিপর্যয়ের প্রকৃত প্রভাব নিরূপণে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ফিলিপাইনের রাস্তাঘাট। ছবি: রয়টার্স

সুপার টাইফুন মাংখুতের আঘাতে ফিলিপাইন থেকে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বহু সড়ক ক্ষতিগ্রস্ত এবং টেলিফোনসহ যাবতীয় যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ায় দেশটির গ্রামাঞ্চলের দিকে এই বিপর্যয়ের প্রকৃত প্রভাব নিরূপণে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিবিসির খবরে জানানো হয়, টাইফুনে প্রাণহানি এবং অর্থনৈতিক ক্ষতির পরিমাণ নির্ণয়ে এখন কাজ করছেন ফিলিপাইনের কর্মকর্তারা। শনিবার দেশটির মূল ভূখণ্ডের ওপর দিয়ে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী এ ঝড়টি বয়ে যায়। ফিলিপাইনে আঘাত করার সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।

ফিলিপাইনের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত প্রদেশ কাগায়ানে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় ৯শ’ কিলোমিটার এলাকাজুড়ে বৃষ্টিসহ ঘূর্ণিবাতাস নিয়ে শক্তিশালী ঝড়টি বর্তমানে চীনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।

টাইফুন মাংখুত হংকংয়ের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থার বিবৃতিতে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

ঝড়টি শনিবার ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজনের উত্তর-পূর্বাঞ্চলীয় বাগাও এলাকায় ব্যাপক ভূমিধস ঘটিয়েছে। সুপার টাইফুন মাংখুতের কবলে পড়েছে দেশটির ৫০ লাখেরও বেশি মানুষ।

ফিলিপাইনের প্রেসিডেন্টের মুখপাত্র ও দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয়কারী ফ্রান্সিস টোলেন্টিনো বলেছেন, করডিলেরা ও নুয়েভা ভিজকায়া এলাকায় ভূমিধসের কারণেই প্রায় সবগুলো প্রাণহানি ঘটেছে। এছাড়া অপর কয়েকটি আক্রান্ত অঞ্চল থেকে এ ধরনের খবর আসছে বলেও জানিয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English

Former public admin minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

40m ago