জুভেন্টাসের জয়ে রোনালদোর জোড়া গোল
কিছুতেই যেন কিছু হচ্ছিল না। সিরি এ’তে আগের তিন ম্যাচে ২৩টি শট নিয়েও গোলের দেখা পাননি ক্রিস্তিয়ানো রোনালদো। তবে চতুর্থ ম্যাচে এসেই জোড়া গোলেই খরা কাটালেন পাঁচ বারের ব্যলন ডি’অর জয়ী এ খেলোয়াড়। আর তার নৈপুণ্যেই সাস্সুয়োলোর বিপক্ষে ২-১ গোলের জয় পেল তুরিনরা। টানা চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল বর্তমান চ্যাম্পিয়নরা।
রোববার নিজেদের মাঠে শুরু থেকেই সমান তালে খেলতে থাকে দুই দল। ১৮ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে দারুণ এক ভলি করেছিলেন এমরি কান। তবে অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৭ মিনিটে নিজেদের ভুলে গোল খেতে বসেছিল সাস্সুয়োলো। জোয়াও কানসেলোর শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল ঢুকিয়ে দিচ্ছিলেন পল লিরোলা। তবে দারুণ দক্ষতায় সে যাত্রায় দলকে রক্ষা করেন গোলরক্ষক আন্দ্রেয়া কনসিলি।
৫০তম মিনিটে অপেক্ষার পালা শেষ হয় রোনালদোর। কর্নার থেকে উড়ে আসা বল ডিফেন্ডার বিপদমুক্ত করতে গেলে পোস্টে বল লেগে ফাঁকায় চলে আসে রোনালদোর কাছে। আলতো টোকায় বল জালে জড়ান এ পর্তুগিজ। ১৫ মিনিট পর নিজের ও দলের দ্বিতীয় গোল করেন রোনালদো। কানের পাস থেকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।
এরপর হ্যাটট্রিকের সুযোগ বেশ কয়েকবারই পেয়েছিলেন রোনালদো। তবে সুযোগ নষ্ট করায় জোড়া গোলেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। উল্টো যোগ করা সময়ে সতীর্থের ক্রস থেকে দারুণ এক হেডে ব্যবধান কমান খুমা বাবাকার। শেষ দিকে প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখে থুথু দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কস্তা।
Comments