‘পঞ্চম আন্তর্জাতিক নারী চলচ্চিত্র নির্মাতা সম্মেলন’ ১১ জানুয়ারি

‘সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি রাজধানীতে শুরু হতে যাচ্ছে দুদিনব্যাপী ‘পঞ্চম আন্তর্জাতিক নারী চলচ্চিত্র নির্মাতা সম্মেলন’।
Women Conference

‘সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি রাজধানীতে শুরু হতে যাচ্ছে দুদিনব্যাপী ‘পঞ্চম আন্তর্জাতিক নারী চলচ্চিত্র নির্মাতা সম্মেলন’।

রাজধানীর আলিয়ঁস ফ্রসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে অংশ নিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বরা।

বর্তমান বিশ্বে নারী নির্মাতা-কলাকুশলীদের অবস্থা ও কর্মতৎপরতা নিয়ে প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি তাদের কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তোরণের উপায় নিয়ে মতবিনিময় করবেন নারী নির্মাতা ও সংশ্লিষ্টরা।

সারাবিশ্বেই সর্বক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচক উভয়ভাবেই নারীর অবস্থার অসংখ্য পরিবর্তন ঘটছে। তাই বৈশ্বিক উন্নয়নে নারীর অন্তর্নিহিত গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হবে সম্মেলনে।

উল্লেখ্য, ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- শ্লোগান নিয়ে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব- ২০১৯’। রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত এই উৎসবের জন্য দুই শতাধিক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে।

চলচ্চিত্রগুলো এশীয় প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশন-এ প্রদর্শিত হবে।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

4h ago