শহিদুল আলমের ডিভিশন সুবিধা বহাল রাখার আদেশ
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমকে ডিভিশন সুবিধা প্রদান করতে সরকারকে দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট।
আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইমান আলীর আদালতে শুনানির জন্য রাষ্ট্রপক্ষের একটি আবেদন দাখিল হয়। আবেদনটি খারিজ করে আদালত শহিদুল আলমকে প্রথম শ্রেণির বন্দীর সুবিধা দেওয়ার আদেশই বহাল রাখেন।
এছাড়া শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষকে হাইর্কোটের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করতে বলেছেন।
শহিদুলের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া দ্য ডেইলি স্টারকে বলেন, চেম্বার বিচারপতির আদেশের পর শহিদুল আলমকে ডিভিশন সুবিধা দিতে হাইকোর্টের আদেশই বহাল রয়েছে।
গত ৫ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া আদেশের ভিত্তিতেই তিনি কারাগারে ডিভিশন সুবিধা পাবেন বলেও জানান তিনি।
শহিদুল আলমকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার নির্দেশনা চেয়ে তার স্ত্রী রেহনুমা আহমেদের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সেদিন বিচারপতি বোরহান উদ্দিন ও মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত রুলসহ ওই আদেশ দেন।
Comments