ঢাবির ‘গ’ ইউনিটে পাসের হার ১০.৯৮ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘গ’ ইউনিটের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদের এই পরীক্ষায় মাত্র ১০.৯৮% শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
গত ১৪ সেপ্টেম্বর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজনেস স্টাডিজ অনুষদের অধীন এই ইউনিটে মোট ১,২৫০টি আসনের বিপরীতে ২৫,৯৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ২,৮৫০জন উত্তীর্ণ হয়েছে। সেই হিসাবে পাশের হার ১০.৯৮ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। তাছাড়া, যেকোনো মোবাইল অপারেটরের ফোন থেকে DU GA ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে প্রেরণ করে ফিরতি মেসেজে ফলাফল জানা যাবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১ থেকে ১২৭৫ মেধাক্রমধারী শিক্ষার্থীদের আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০১৮ পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ১৮ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে জমা দিতে হবে।
ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
Comments