যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব চাচ্ছেন জাস্টিন বিবার
যুক্তরাষ্ট্রের জামাই হতে চলছেন বিশ্বসংগীতের অন্যতম আকর্ষণ জাস্টিন বিবার- সে খবর তার ভক্তদের জানা। তবে নতুন খবর হলো, এবার তিনি চাচ্ছেন সে দেশটির নাগরিকত্ব।
২৪ বছর বয়সী এই শিল্পীর জন্ম কানাডায় হলেও ১৩ বছর বয়সেই তিনি পরিবারের সঙ্গে চলে আসেন আটলান্টায়।
জনপ্রিয় বিনোদন সংবাদমাধ্যম টিএমজেড জানায়, বিবার চান দ্বৈত নাগরিকত্ব। অর্থাৎ, তিনি কানাডার নাগরিক হিসেবেও থাকতে চান।
বর্তমানে বিবার লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন দেশটির গ্রিন কার্ড নিয়ে। এখানেই তার দেখা মেলে বাগদত্তা হেইলি বাল্ডউইনের সঙ্গে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্যে প্রয়োজন অন্তত ১৮ বছর বয়স এবং অন্তত পাঁচ বছরের গ্রিন কার্ড। বিবারের এসব যোগ্যতা থাকায় এখন এফবিআই তার পারিবারিক ইতিহাস পরীক্ষা করবে। আর নিবে তার আঙ্গুলের ছাপ। এছাড়াও, ‘বেবি’-খ্যাত শিল্পীকে দিতে হবে নাগরিকত্বের সাক্ষাৎকার।
এ পরীক্ষায় সফল হলে কানাডীয় এই সংগীত ক্রেজকে নিতে হবে নাগরিকের শপথ।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেলে বিবার স্বাভাবিকভাবেই ভোট দিতে পারবেন। পারবেন সরকারি চাকরিতে নাম লেখাতে। তবে তিনি পারবেন না সে দেশের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদের জন্যে লড়াই করার অধিকার।
Comments