আফগানিস্তান নিয়ে চিন্তার কারণ দেখছেন না মিঠুন
গেল জুনে আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টিতে নাজেহাল হয়েছিল বাংলাদেশ। কিন্তু ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ভিন্ন দল। তাই শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপ শুরু করা টাইগারদের সামনে আফগানিস্তান চিন্তার কারণ হবে না বলে মনে করছেন মোহাম্মদ মিঠুন।
লঙ্কানদের কাবু করার ম্যাচে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছিলেন মিঠুন। দলের বিপর্যয়ে নেমে ৬৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। মুশফিকুর রহিমের সঙ্গে তার ১৩১ রানের জুটিতেই দল পায় লড়াইয়ের ভিত।
২০ সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে নামার আগে ওদের স্পিন জুজু মাথায় আনতে চান না মিঠুন। সোমবার টিম হোটেলে নিজেদের আত্মবিশ্বাসের পারদটা দেখিয়েছেন এই ব্যাটসম্যান, ‘আমি মনে করি ভয় জিনিসটা সবচেয়ে বড় শত্রু। কাজেই ভয় কাটাতে হবে। হ্যাঁ, ওদের হয়ত দুই-তিনটা বিশ্বমানের স্পিনার আছে। কিন্তু তারা না খেলার মতো না। খেলা যায়। আমাদের পরিকল্পনা করতে হবে কীভাবে তাদের সামলানো যায়, কীভাবে তাদের সঙ্গে আমাদের পরিকল্পনা হবে।’
টি-টোয়েন্টিতে আফগানরা এগিয়ে থাকলেও ওয়ানডেতে অনেকখানি এগিয়ে মাশরাফি মর্তুজার দল। মিঠুন তাই ওদের নিয়ে চিন্তার কারণই দেখছেন না, ‘আমরা ওয়ানডেতে এগিয়ে আছি। মনে হয় না চিন্তার কারণ আছে। জাস্ট নরমাল খেলা খেলতে পারলেই জিততে পারব।’
আফগানিস্তানকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যাবে বাংলাদেশ। গ্রুপ সেরা হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও কাজটা ঠিকমতো শেষ করতে চান মিঠুনরা, ‘আমাদের গত ম্যাচের সব কিছুই ইতিবাচক। কাজেই চিন্তা করার তো কিছু নাই। ভাল খেলতে হবে, ভাল খেলার কোন বিকল্প নাই। খারাপ খেললে যেকোনো দলের সঙ্গেই হারতে পারেন। শুধু আফগানিস্তান না বিশ্বের আরও ছোট দলের সঙ্গেই হেরে যেতে পারেন। জিততে হলে ভাল খেলতে হবে, এর বিকল্প নেই।’
Comments