রোহিত শর্মা রোমাঞ্চিত আবার নার্ভাসও
এশিয়া কাপের মতো বড় আসরে ভারতের অধিনায়কত্ব পেয়ে ভীষণ রোমাঞ্চিত রোহিত শর্মা। তবে এতবড় টুর্নামেন্ট হওয়ায় কিছুটা স্নায়ু চাপে ভুগছেন তিনি।
টুর্নামেন্টে সব দলই একবার করে মাঠে নেমে গেছে। দুই ম্যাচ হেরে বিদায় নিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু ভারত নিজেদের প্রথম ম্যাচে নামছে মঙ্গলবার। প্রতিপক্ষ যদিও হংকং।
তবু অধিনায়কত্বের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে এই ওপেনারকে, 'এটা আমার জন্য অনেক বড় টুর্নামেন্ট, কারণ আমি অধিনায়কত্ব করছি। ব্যাপারটা রোমাঞ্চকর কিন্তু সেইসঙ্গে আমি একটু নার্ভাস। সব খেলোয়াড়দের সঙ্গে অনেক দিন থেকেই খেলে আসছি। সবার মধ্যে বোঝাপড়াও দারুণ। এটা খুব গুরুত্বপূর্ণ, আমি সামনের দিকে তাকাচ্ছি।'
কদিন আগেই ইংল্যান্ডে পুরো সিরিজ খেলে শেষ করেছে ভারত। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে থাকলেও সেই দলের অনেকেই এসেছেন দুবাইয়ে। ইংল্যান্ডের ঠান্ডা হওয়া থেকে দুবাইয়ের তপ্ত গরম ভাবাচ্ছে ভারতকে, 'আমাদের দলে অনেকেই ইংল্যান্ড থেকে খেলে এসেছে। তাদের জন্য এই গরম কন্ডিশন খুব চ্যালেঞ্জিং হবে। আমরা বাকিরা চারদিন থেকে এখানে আছি। কন্ডিশনের সঙ্গে কিছুটা মানিয়েও নিয়েছি। কোন সন্দেহও নাই খুব কঠিন কন্ডিশন হবে খেলার জন্য।’
টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দলের বিপক্ষে খেলা, প্রতিপক্ষ নিয়ে এমনিতেও কোন চিন্তা থাকার কথা ন। তারা বরং নিজেদের নিয়েই ব্যস্ত, ‘সব দলকেই আমরা সমান চোখে দেখছি। আমরা বরং নিজেদের নিয়েই ভাবছি। সামনে অনেক বড় খেলা আছে, বিশ্বকাপ আছে কাজেই প্রতিপক্ষের চেয়ে নিজেদের নিয়ে ফোকাস থাকাটাই বেশি দরকারি।’
মঙ্গলবার হংকংয়ের খেলেই মাঝে আর সময় নেই। পরদিনই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে নামতে হবে ভারতকে। তবে সেই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে কোন মন্তব্য করতে চাইলেন না রোহিত।
Comments