আফগানিস্তানকে যেমন দেখলেন বাংলাদেশের কোচ
বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পরই বেশ পরিশ্রম করছেন স্টিভ রোডস। নির্দিষ্ট কাজের বাইরেও বাড়তি কিছুর তাদিগ দেখাচ্ছেন তিনি। ‘এ’ দলের খেলোয়াড় চিনতে ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই আয়ারল্যান্ড উড়ে গিয়েছিলেন।এশিয়া কাপে এসেও বসে নেই। প্রতিপক্ষ আফগানিস্তানকে বুঝতে দুবাই থেকে আবুধাবিতে গিয়ে খেলা দেখে এসেছেন। আফগানদের শক্তি, দুর্বলতা পড়ে রণ পরিকল্পনা ঠিক করছেন তিনি।
সোমবার শ্রীলঙ্কাকে স্পিন দিয়ে কাবু করে ৯১ রানে হারায় আফগানিস্তান। এতে বাংলাদেশের সঙ্গে তাদেরও সুপার ফোর নিশ্চিত হয়েছে। ২০ সেপ্টেম্বর গ্রুপ সেরার লড়াইয়ে এই আফগানিস্তানকেই পাচ্ছে বাংলাদেশ। ২৩ সেপ্টেম্বর সুপার ফোরেও খেলা আছে আফগানদের সঙ্গে।
টি-টোয়েন্টিতে আফগানিস্তান বেশ ভালো দল। ওয়ানডেতেও তাদের উন্নতির ছাপ স্পষ্ট। কাছ থেকে দলটিকে দেখে শ্রদ্ধা ঝরছে বাংলাদেশের কোচের কণ্ঠে, ‘নিজেদের প্রয়োজনে আফগানিস্তানের খেলা খুব কাছ থেকে ফলো করে এসেছি। আমার মনে হয় তারা খুব ভালো একটা ক্রিকেট জাতি হয়ে উঠেছে, বিশেষ করে সাদা বলে। শ্রদ্ধা করার মতো দল। তবে অবশ্য তাদের ভয় পাওয়া উচিত নয়।’
রশিদ খান, মুজিব-উর রহমান, মোহাম্মদ নবীদের নিয়ে আফগানদের স্পিন আক্রমণ টুর্নামেন্টেরই সেরা। ওদের বিপক্ষে তাই ঠিক গৎবাঁধা নিয়মে পড়ে থাকতে চান না কোচ, ‘তাদের খুব ভাল কিছু বোলার আছে, ভাল স্পিনার আছে। কিন্তু গতকাল যা দেখলাম গৎবাঁধা নিয়মে ওদের স্পিনারদের বিপক্ষে খেলতে গেলে সতর্ক থাকতে হবে। খুব কার্যকর একটা দিন গেছে। খেলে দেখে, লম্বা জার্নি করে হোটেলে ফিরলেও যাওয়াটা খুব কাজের হয়েছে।’
এই স্পিনাররাই গেল জুন মাসে নাজেহাল করে ছেড়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। রশিদের গুগলি, মুজিবের বৈচিত্র্য পড়তে খাবি খেতে হয়েছে বাংলাদেশকে। তবে ওটা ছিল টি-টোয়েন্টি। এখন লড়াই হবে ৫০ ওভারের ম্যাচে। তাই এবার আগের দশা হওয়ার অবস্থা দেখছেন না রোডস, ‘টি-টোয়েন্টি খেলাটা একটু ভিন্ন রকম। বোলারদের এখানে পড়ার জন্য খুব বেশি সময় পাওয়া যায় না। মাঝেমাঝে খুব তড়িৎ সিদ্ধান্ত নিতে হয়। ওয়ানডেতে সে তুলনায় কিছু সময় পাওয়া যায়। তারমানে প্রতিপক্ষকে দেখার সময় পাওয়া যায়, শ্রীলঙ্কা গতকাল যা করার চেষ্টা করেছে।’
‘টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান দলটা উপরের দিকে যাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে ওদের স্পিনারদের নিয়ে আমি আতঙ্কিত নই। লম্বা পরিসর হওয়ায় তাদের আমরা গ্রিপ করতে পারব। বাংলাদেশের দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে। আমাদের প্রতি বলে ছক্কা মারার দরকার নেই। '
Comments