চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই মেসির হ্যাটট্রিক
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটা এবার চাই-ই চাই। মৌসুম শুরুর আগে এমন ঘোষণাই দিয়েছিলেন বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি। আর সেটা যে শুধুই মুখের কথা নয়, তা মাঠেও প্রমাণ করলেন এ আর্জেন্টাইন। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেছেন খুদে জাদুকর।
ন্যু ক্যাম্পে বার্সেলোনার জয়টি আসে ৪-০ গোলের ব্যবধানে। মেসির হ্যাটট্রিক ছাড়াও দুর্দান্ত এক গোল করেছেন দলের ফরাসী তরুণ ওসমান দেম্বেলে।
এদিন গোল করার মতো সহজ সুযোগ ম্যাচের ২০ মিনিটেই পায় বার্সেলোনা। মেসির পাস থেকে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন লুইস সুয়ারেজ। তবে লক্ষ্যভেদ করতে পারেননি। ৩১ মিনিটে মেসির গোলেই এগিয়ে যায় বার্সেলোনা। ফ্রি কিক থেকে বাঁকানো এক শটে বল জালে জড়ান তিনি।
৫৭ মিনিটে বারে দুর্দান্ত এক শট নিয়েছিলেন ফিলিপ কৌতিনহো। বাঁ প্রান্ত থেকে নেওয়া তার কোণাকোণি শট দুর্দান্ত দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন গোলরক্ষক জেরোয়েন জোয়েত। ৬৮ মিনিটে ডি বক্সের সামান্য বাইরে থেকে দারুণ এক শট নিয়েছিলেন সুয়ারেজও। তার শট গোলরক্ষককে পরাস্ত করতে পারলেও পারেনি বার পোস্টকে। বারে লেগে ফিরে আসলে হতাশা বারে সুয়ারেজের।
তবে ৭৪ মিনিটে নিজের ঝলক দেখান দেম্বেলে। দুই ডিফেন্ডারের মাঝ থেকে দারুণ ভাবে বল নিয়ন্ত্রণ করে দূরপাল্লার জোরালো এক শটে লক্ষ্যভেদ করেন তিনি।
৭৭ মিনিটে ব্যবধান বাড়ান মেসি। তবে এ গোলে দারুণ অবদান ছিল ক্রোয়েশিয়ার মধ্যমণি ইভান রাকিতিচের। দারুণ এক ভলিতে বক্সের মধ্যে বল রাখেন তিনি। আর সে বল ধরে আলতো টোকায় জালের ঠিকানা খুঁজে নেন মেসি। পরের মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনা ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি।
হ্যাটট্রিক পূরণ করতে খুব বেশি সময় নেননি মেসি। দ্বিতীয় গোলের ১০ মিনিট পর সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে কোণাকোণি শটে লক্ষ্যভেদ করেন এ তারকা। ফলে ৪-০ গোলের বড় জয়েই চ্যাম্পিয়ন্স লিগ শুরু করে বার্সেলোনা।
Comments