প্রতিবন্ধীদের অনুষ্ঠানে গিয়ে ‘ঠ্যাং ভেঙে দেওয়ার’ হুমকি দিলেন বাবুল সুপ্রিয়
নতুন করে বিতর্কে জড়ালেন ভারতের কেন্দ্রীয় নগর উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। মঙ্গলবার পশ্চিমবঙ্গের আসানসোলে প্রতিবন্ধীদের একটি অনুষ্ঠানে গিয়ে এক ব্যক্তিকে ‘ঠ্যাং ভেঙে হাতে ক্র্যাচ ধরিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন তিনি। আর এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন প্লেব্যাক গায়ক থেকে নেতা বনে যাওয়া বাবুল।
এর আগে মার্চেও মেজাজ হারিয়ে এক ব্যক্তির ‘চামড়া তুলে নেওয়া’র হুমকি দিয়ে তুমুল বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বাবুল সুপ্রিয় ।
মঙ্গলবার প্রতিবন্ধীদের একটি অনুষ্ঠানের প্রধান অতিথির হিসাবে যোগ দিয়েছেন বাবুল। সামাজিক অধিকার শিবির নামে ওই অনুষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতরণ করছিলেন তিনি। বিলি করার পর প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় দর্শকদের মধ্যে এক ব্যক্তিকে হুমকি দিয়ে বসেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা দ্য ডেইলি স্টারকে জানান, ওই ব্যক্তির হাঁটাচলায় বক্তব্য দিতে খানিকটা অসুবিধা বোধ করছিলেন মন্ত্রী। এমনকি ওই ব্যক্তিকে একবার স্থির হয়ে দাঁড়ানোরও নির্দেশ দিয়েছিলেন কহো না পেয়ার হে খ্যাত গায়ক। যদিও ওই ব্যক্তি মন্ত্রীর কোনও কথাই শুনছিলেন না। এক পর্যায়ে, মেজাজ হারান বাবুল সুপ্রিয়। বলেন, ‘আপনার সমস্যা কী, আপনার এক পা ভেঙে হাতে ক্র্যাচ ধরিয়ে দেব। নড়াচড়া বন্ধ করে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকুন।’
শুধু তাই নয়, বাবুল নিজের কড়া স্বরে তখন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিয়ে বলেন তারা যেন ওই ব্যক্তির গতিবিধির উপর নজর রাখেন এবং প্রয়োজনে ঠ্যাঙ ভেঙে হাতে ক্র্যাচ ধরিয়ে দেন।
মন্ত্রীর এই হুমকির ঘটনার পরই তুমুল সমালোচনা উঠে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভারতের গণমাধ্যম- সর্বত্রই বাবুল সুপ্রিয় এই বক্তব্য শিরোনাম হিসেবে জায়গা পেয়েছে।
বুধবার দুপুরে মোবাইল ফোনে বাবুল সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে কলকাতার একটি গণমাধ্যমকে মন্ত্রী বলেন, ‘পুরোটাই প্লে অ্যাক্টিং চলছিল, মজা করে কথা বলছিলাম। অনুষ্ঠানটায় কিছুটা বিশৃঙ্খলা ছিল। আমি মজার ছলে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করছিলাম। ওখানে যারা ছিলেন, তারা সবাই জানেন। সবাই মিলে হাততালি দিচ্ছিলেন, মজা করছিলেন। সেই কথোপকথন থেকে একটা অংশ কেটে নিয়ে দেখানো হচ্ছে। এতে আমার কিচ্ছু বলার নেই। মিডিয়া মিডিয়ার কাজ করছে, আমি আমার কাজ করছি।’
এই ঘটনার পর বুধবার দুপুরে আসানসোলে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রতিবাদের মুখে পড়েন বাবুল সুপ্রিয়। তাকে ঘিরে রাখেন কয়েক শত মানুষ। বিক্ষোভ দেখানো হয় তার গতকালের আচরণের প্রতিবাদে। প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর পুলিশ তাকে উদ্ধার করে অনুষ্ঠান স্থলে পৌঁছে দেয়।
Comments