সানির সঙ্গে সেলফি তোলার আমন্ত্রণ

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং বলিউড বাদশাহ শাহরুখ খানের সারিতে এসে দাঁড়িয়েছেন অভিনেত্রী সানি লিওন। সেই সারিতে আরও রয়েছেন সুপারস্টার সালমান খান এবং অনিল কাপুরও।
Sunny Leone at Madame Tussauds Delhi
দিল্লির মাদাম তুসো জাদুঘরে নিজের মোমের মূর্তির পাশে অভিনেত্রী সানি লিওন। ছবি: সংগৃহীত

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং বলিউড বাদশাহ শাহরুখ খানের সারিতে এসে দাঁড়িয়েছেন অভিনেত্রী সানি লিওন। সেই সারিতে আরও রয়েছেন সুপারস্টার সালমান খান এবং অনিল কাপুরও।

দিল্লির মোমের মূর্তির জাদুঘর মাদাম তুসোতে এই পর্নোতারকা স্থান করে নিলেন স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীদের পাশে।

গতকাল (১৮ সেপ্টেম্বর) এই ভাস্কর্যটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ‘মাস্তিজাদে’ অভিনেত্রী। শুধু তাই নয় বিমুগ্ধ হয়ে এর পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি। সে ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন গণমাধ্যমেও।

ভাস্কর্যটির নিখুঁত অবয়বের কথা উল্লেখ করে সানি ভারতীয় গণমাধ্যমকে বলেন, “আমি ভীষণ আনন্দিত ও উচ্ছ্বসিত।”

সানির স্বামী দানিয়েল ওয়েবারও প্রকাশ করেছেন তার অনুভূতি। দিনটিকে তিনি ‘বিশেষ দিন’ হিসেবে আখ্যা দিয়েছেন। বলেছেন, “তোমার জন্যে গর্বিত সানি লিওন!”

আর জাদুঘর কর্তৃপক্ষ এক টুইটার বার্তায় সানির সঙ্গে সেলফি তোলার আমন্ত্রণ জানিয়েছে দর্শনার্থীদের। বলেছে, “এটি আমাদের নতুন আকর্ষণ!”

Comments

The Daily Star  | English

Hathurusingha suspended as Bangladesh coach

Chandika Hathurusingha has been suspended as the head coach of the Bangladesh cricket team, the president of the Bangladesh Cricket Board (BCB) Faruque Ahmed announced in Mirpur today.

3h ago