নওয়াজ শরীফ, মরিয়ম মুক্ত: পাকিস্তান হাইকোর্ট
পাকিস্তানের উচ্চ আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজকে ‘মুক্ত’ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
হাইকোর্ট আজ (১৯ সেপ্টেম্বর) এক রায়ে দুর্নীতির অভিযোগে বরখাস্তকৃত প্রধানমন্ত্রীকে তার সাজা থেকে এই মুক্তি দেয়।
জিওটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, আদালত শরীফের ১০ বছর ও মরিয়মের সাত বছরের কারাদণ্ড মওকুফ করে দিয়েছে।
দুনীতির মাধ্যমে পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী লন্ডনে বাড়ি করেছেন- এ দায়ে গত জুলাইয়ে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়।
বিচারপতি আতহার মিনাল্লাহ বলেন, “নওয়াজ শরীফের সম্পত্তি সম্পর্কে যথাযথ তথ্য দিতে ব্যর্থ হয়েছে আদালত। এমনকি, একই মামলায় মরিয়মের শাস্তির বিষয়টির যথার্থতাও প্রমাণ করা যায়নি।”
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে নওয়াজকে শুধু প্রধানমন্ত্রীর পদ থেকেই বরখাস্ত করা হয়নি, তাকে তার মুসলিম লিগ দলের প্রধান পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।
Comments