মুশফিককে বিশ্রাম দেওয়ার কথা বললেন মাশরাফিও
শ্রীলঙ্কার বিপক্ষে পাঁজরের ব্যথা নিয়ে ১৪৪ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। ওই ম্যাচের পর অনেকক্ষণ নড়াচড়া করতে পারেননি। এদিকে দলের সুপার ফোর নিশ্চিত। ওই রাউন্ডের সূচিও আগেই ঠিক করে ফেলায় গ্রুপ সেরা হওয়ারও কোন ব্যাপার নেই। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুশফিককে তাই বিশ্রাম দেওয়ার কথা ভাবছে দল। আগের দিন কোচ স্টিভ রোডস ক্রিকেটার বিশ্রামের প্রয়োজনের কথা জানিয়েছেন, অধিনায়কের মুখে শোনা গেছে একই কথা।
বৃহস্পতিবার আবুধাবিতে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরদিনই দুবাইতে সুপার ফোরের ম্যাচে খেলতে হবে ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ হওয়ায় আগের দিন মুশফিকের বিশ্রাম দরকার দেখছে দল। বুধবার অনুশীলন শেষে অধিনায়ক মাশরাফি মর্তুজা দিলেন তেমনই ইঙ্গিত, ‘অবশ্যই এই ধরণের কিছু ভাবছি। তবে এখানে বলে লাভ নেই। ওখানে আলোচনার ব্যাপার আছে। মুশফিকের বলার আছে। সে কি চায়। একটা কথাও মনে রাখতে হবে, আমরা একটা আন্তর্জাতিক ম্যাচ খেলছি।’
মুশফিককে খেলানো না খেলানো নিয়ে দোলাচলে থাকলেও ২১ তারিখের গুরুত্বপূর্ণ ম্যাচের কথাই আসছে বেশি, ‘পরশু কি হবে, তার আগে কালকের ম্যাচও ভাবা জরুরী। আমরা এখন ৫০-৫০ অবস্থায় আছি। ২১তারিখের ম্যাচই বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কালকেও খেলতে হবে। যতটুকু পারা যায়, চেষ্টা করব ম্যানেজ করতে।’
আফগান ম্যাচ গুরুত্বহীন হয়ে পড়াতেই নয়, ঠাসা সূচির কারণে এমনিতেও কাউকে কাউকে বিশ্রাম দেওয়ার চিন্তা ছিল দলের, ‘ম্যাচ এরকম (মূল্যহীন) হয়ে গেল বলে বিশ্রামের ব্যাপার নয়। এমনিতেই আমাদের কিছু পরিকল্পনা ছিল। সেভাবেই কাউকে কাউকে বিশ্রাম দেওয়া হতে পারে।’
২১ তারিখ ভারত ম্যাচের আগে আফগানদের বিপক্ষে নামা এখন বাড়তি বোঝার মতই। আনুষ্ঠানিকতার জন্যই খেলতে হবে কেবল। এই ম্যাচের জন্যই পরের ম্যাচে প্রভাব পড়ার শঙ্কায় অধিনায়ক, ‘ঝামেলা...বলব না। তবে সবকিছু মিলিয়ে কঠিন পরিস্থিতি। এটা যদি বাংলাদেশে হতো, ওখানেও অনেক গরম, তবু ম্যানেজ করা যেত। কিন্তু এখানে শরীর থেকে যে পরিমাণ ঘাম বের হয়, যতটা শক্তি ক্ষয় হয়, সেটা রিকভারির জন্য নির্দিষ্ট একটা সময় দরকার। যেটা হবে না, ২১ তারিখের ম্যাচে অনেক প্রভাব পড়তে পারে। আমি নিশ্চিত যে এখন মেন্টাল ফিটনেসের ওপর অনেক কিছু নির্ভর করবে।’
Comments