ভারতের কাছেও বড় হার বাংলাদেশের
জয়ের ভিতটা শেখর ধাওয়ানকে নিয়েই গড়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। মাঝে দুই উইকেটের পতনে সামান্য ধাক্কা লাগলেও তাতে খুব একটা সমস্যা হয়নি ভারতের। সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আরও একটি দারুণ জুটি গড়েন অধিনায়ক। ফলে বাংলাদেশের বিপক্ষে উড়ন্ত জয়ই পেয়েছে রবি শাস্ত্রির শিষ্যরা। আফগানিস্তানের বিপক্ষে বিশাল হারের ধাক্কা শেষ না হতেই ভারতের বিপক্ষে ৭ উইকেটের বড় পরাজয় দেখল বাংলাদেশ।
ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১৭৩ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। আর লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধারাবাহিক ক্রিকেট খেলে ভারত। ফলে ৩৬.২ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রোহিত। ১০৪ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা মেরেছেন তিনি। ধাওয়ান করেন ৪০ রান। এছাড়া ধোনির ব্যাট থেকে আসে ৩৩ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৭৩/১০ (৪৯.২) (লিটন ৭, শান্ত ৭, সাকিব ১৭, মুশফিক ২১, মিঠুন ৯, মাহমুদউল্লাহ ২৫, মোসাদ্দেক ১২, মাশরাফি ২৬, মিরাজ ৪২, মোস্তাফিজ ৩, রুবেল ১* ; ভুবনেশ্বর ৪/৩২, বুমরাহ ২/৩৭, চাহাল ০/৪০, জাদেজা ৪/২৯, কুলদীপ ০/৩৪ )।
ভারত: ১৭৪/৩ (৩৬.২) ( রোহিত ৮২, শেখর ৪০, রাইডু ১৩, ধোনী ৩৩, কার্তিক ১*; মাশরাফি ১/৩০, মিরাজ ০/৩৮, মোস্তাফিজ ০/৪০, সাকিব ১/৪৪ , রুবেল ১/২১ )।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।
রিভিউ নিয়ে রাউডুকে ফেরালেন রুবেল
রুবেলের বলটিতে আড়াআড়ি ব্যাট চালিয়েছিলেন আম্বাতি রাইডু। আর তাতেই হালকা বল চুমু খেয়ে চলে যায় উইকেটরক্ষক মুশফিকুর রহীমের হাতে। আবেদন করলেও তাতে সাড়া দেননি আম্পায়ার। পড়ে রিভিউ নিলে সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষেই যায়। আউট হওয়ার আগে ২৮ ১৩ রান করেছেন এ ব্যাটসম্যান।
২৪ ওভার শেষে ভারত দলের সংগ্রহ ২ উইকেট ১০৫ রান। রোহিত শর্মা ব্যাট করছেন ৫২ রানে। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন মহেন্দ্র সিং ধোনি।
রোহিত শর্মার ফিফটি
শুরু থেকেই দেখে শুনে খেলছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এর মধ্যেই তুলে নিয়েছেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৩৭তম হাফ সেঞ্চুরি। সাকিব আল হাসানের বলে ছক্কা মেরেই হাফ সেঞ্চুরি স্পর্শ করেন তিনি।
২৩ ওভার শেষে ভারত দলের সংগ্রহ ১ উইকেট ১০৫ রান। রোহিত শর্মা ব্যাট করছেন ৫১ রানে। আম্বাতি রাউডু ১৩ রানে উইকেটে আছেন।
ধাওয়ানকে ফেরালেন সাকিব
ছোট লক্ষ্যে দারুণ এগিয়ে যাচ্ছিল ভারতের দুই ওপেনার শেখর ধাওয়ান ও রোহিত শর্মা। তবে ধাওয়ানকে ফিরিয়ে জুটি ভেঙেছেন সাকিব আল হাসান। সুইপ করতে গিয়ে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন এ ওপেনার। ৪৭ বলে ৪০ রান করেছেন এ ওপেনার।
১৫ ওভার শেষে ভারত দলের সংগ্রহ ১ উইকেট ৬৩ রান। রোহিত শর্মা ব্যাট করছেন ২১ রানে। নতুন ব্যাটসম্যান আম্বাতি রাউডু ২ রানে উইকেটে আছেন।
দারুণ সূচনা করেছে ভারত
দুই ওপেনার রোহিত শর্মা ও শেখর ধাওয়ানের দারুণ ব্যাটিংয়ে ভালো সূচনা করেছে ভারত। লক্ষ্য ছোট হলেও রানের গতি সচল রেখে এর মধ্যেই দলীয় অর্ধশত পার করেছে দলটি।
১০ ওভার শেষে ভারত দলের সংগ্রহ বিনা উইকেটে ৫১ রান। ৩৫ রান নিয়ে উইকেটে আছেন শেখর ধাওয়ান। রোহিত শর্মা ব্যাট করছেন ১৬ রানে।
মিরাজ-মাশরাফির ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ১৭৩
উইকেটে যে কোন জুজু ছিল না তা শেষ দিকে সাবলীল ব্যাট করে ভালোই বুঝিয়ে দিলেন তরুণ মেহেদী হাসান মিরাজ। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গড়েছেন ৬৬ রানের দারুণ এক জুটি। তাতেই সম্মান রক্ষা হয়েছে বাংলাদেশের। ১৭৩ রানের সাদামাটা স্কোর পেয়েছে বাংলাদেশ দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৭৩/১০ (৪৯.২ ওভার) (লিটন ৭, শান্ত ৭, সাকিব ১৭, মুশফিক ২১, মিঠুন ৯, মাহমুদউল্লাহ ২৫, মোসাদ্দেক ১২, মাশরাফি ২৬, মিরাজ ৪২, মোস্তাফিজ ৩, রুবেল ১*; ভুবনেশ্বর ৪/৩২, বুমরাহ ২/৩৭, চাহাল ০/৪০, জাদেজা ৪/২৯, কুলদীপ ০/৩৪ )
শেষ হলো মিরাজের প্রতিরোধ
অধিনায়ক মাশরাফিকে নিয়ে দারুণ প্রতিরোধ করেছিলেন মেহেদী হাসান মিরাজ। উইকেটে নেমেই সাবলীল ব্যাট করছিলেন তিনি। ছক্কা মারতে গিয়ে বুমরাহর বলে মিড উইকেটে ধরা পড়েছেন শেখর ধাওয়ানের হাতে। ৫০ বলে ৪২ রানের ইনিংস খেলেছেন এ অলরাউন্ডার।
৪৮ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১৭০/৯ রান। ১ রান নিয়ে ব্যাট করছেন মোস্তাফিজুর রহমান। নতুন ব্যাটসম্যান রুবেল হোসেন উইকেটে আছেন ০ রানে।
ভুবনেশ্বরের শিকার মাশরাফি
ভুবনেশ্বর কুমারের প্রথম দুই বলে দুটি ছক্কা মারলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পরের বলে চেয়েছিলেন আরও একটি। নিচু ফুলটস বলটি সরে গিয়ে লেগে ঘোরাতে চেয়েছিলেন তিনি। তবে শর্ট ফাইন লেগে থাকা ফিল্ডার জাসপ্রিত বুমরাহর তালুবন্দি হন অধিনায়ক। আউট হওয়ার আগে কার্যকরী ২৬ রানের ইনিংস খেলেন অধিনায়ক। মিরাজের সঙ্গে গড়েছেন ৬৬ রানের জুটি।
৪৭ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১৬৭/৮ রান। ৪০ রান নিয়ে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ। নতুন ব্যাটসম্যান মোস্তাফিজুর রহমান খেলছেন ০ রান নিয়ে।
জাদেজার চতুর্থ শিকার মোসাদ্দেক
মাহমুদউল্লাহর আউটের রেশ কাটতে না কাটতেই আউট হলেন মোসাদ্দেক হোসেন। জাদেজার বলে সুইপ করতে গেলে ব্যাটের কানায় লেগে চলে উইকেটরক্ষক এমএস ধোনি হাতে। ৪৩ বলে ১২ রান করেছেন মোসাদ্দেক।
৩৪ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১০২/৭ রান। ১ রান নিয়ে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ। মাশরাফি বিন মুর্তজা খেলছেন ০ রান নিয়ে।
আম্পায়ারের ভুলে ফিরলেন মাহমুদউল্লাহ
মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে লড়াইয়ের আভাষ দিয়েছিলেন তিনি। ৩৬ রানের একটি জুটিও গড়েছিলেন। এক প্রান্ত আগলে রাখা দারুণ লড়াইটি শেষ হয়েছে আম্পায়ারের ভুলে। ভুবনেশ্বর কুমারের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েছেন। কিন্তু প্যাডে লাগার আগে লেগেছিল ব্যাটে। কিন্তু আউটের আবেদন করতেই আঙুল তুলতে সামান্য দেরি করেননি আম্পায়ার। এর আগেই রিভিউ নষ্ট করে ফেলায় সাজঘরেই ফিরতে হয় মাহমুদউল্লাহকে। ৫১ বলে ২৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি।
৩৩ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১০১/৬ রান। ১২ রান নিয়ে ব্যাট করছেন মোসাদ্দেক হোসেন। নতুন ব্যাটসম্যান মাশরাফি বিন মুর্তজা খেলছেন ০ রান নিয়ে।
বিলাসী শটে আউট মুশফিক
শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহীম। ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের পর তার ব্যাটেই তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু হতাশ করেছেন। উচ্চবিলাসী শট খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি। জাদেজার বলে রিভার্স সুইপ করতে গিয়ে ধরা পড়েছেন শর্ট থার্ড ম্যানে দাঁড়ানো জাজভেন্দ্রা চাহালের হাতে। ৪৫ বলে ২১ রান করেছেন মুশফিক।
১৮ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৬৫/৫ রান। ১ রান নিয়ে ব্যাট করছেন মাহমুদউল্লাহ। নতুন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন খেলছেন ০ রান নিয়ে।
মিঠুনকে ফেরালেন জাদেজা
আবারো একটি মুশফিক-মিঠুনের জুটি দেখতে চেয়েছিল বাংলাদেশ। প্রতিশ্রুতিটা তেমনই ছিল। কিন্তু জাদেজার বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন মিঠুন। রিভিউ নিয়েছিলেন। সিদ্ধান্তটা বেশ কঠিনই ছিল। কারণ রিপ্লেতে দেখা গিয়েছে প্রায় প্যাডে ও ব্যাটে প্রায় একই সময় লেগেছিল বল। ১৯ বলে ৯ রান করেছেন মিঠুন।
১৬ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৬০/৪ রান। ১৭ রান নিয়ে উইকেটে আছেন মুশফিকুর রহীম। নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ব্যাট করছেন ০ রানে।
উইকেট বিলিয়ে দিলেন সাকিব
উইকেটে নেমেই তড়িঘড়ি শুরু করছিলেন সাকিব আল হাসান। রবিন্দ্র জাদেজার বলে পর পর দুইটি চার মারেরন তিনি। পরের বলেও চেয়েছিলেন আরও একটি মারতে। অফ স্টাম্পের বেশ বাইরের বল সুইপ করতে গিয়ে সহজ ক্যাচ তুলে দেন স্কোয়ার লেগে দাঁড়ানো শেখর ধাওয়ানের হাতে। ফলে বড় চাপে পড়েছে বাংলাদেশ দল। ১২ বলে ৩টি চারে ১৭ রানের ইনিংস খেলেন সাকিব।
১০ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৪৪/৩ রান। ১ রান নিয়ে ব্যাট করছেন মুশফিকুর রহীম। নতুন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন খেলছেন ১ রান নিয়ে।
জায়গায় দাঁড়িয়ে খেলার খেসারত দিলেন শান্ত
লিটনের আউট হওয়ার পরের ওভারেই আউট ওপেনিং সঙ্গী নাজমুল হোসেন শান্ত। জাসপ্রিত বুমবাহর বলে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন তিনি। ফলে ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে দাঁড়ানো শেখ্র ধাওয়ানের হাতে। প্রথম দফায় ধরতে না পারলেও দ্বিতীয় দফায় কোন ভুল করেননি এ ভারতীয় ওপেনার। ১৪ বলে শান্তর সংগ্রহ ৭ রান।
৬ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ২১/২ রান। ৪ রান নিয়ে ব্যাট করছেন সাকিব আল হাসান। নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহীম খেলছেন ০ রান নিয়ে।
ফিরে গেলেন লিটন
ধীর গতিতে শুরুটা করেছিলেন দুই ওপেনার। কিন্তু রানের গতি বাড়াতে গিয়েই ব্যর্থ হলেন লিটন কুমার দাস। ভুবনেশ্বর কুমারের বাউন্সারে পুল করতে গিয়ে স্কোয়ার লেগে কেদার যাদবের হাতে ধরা পড়েন তিনি। ফলে পঞ্চম ওভারেই ভাঙে ওপেনিং জুটি। ১৬ বলে ১টি চারে ৭ রান করেছেন লিটন।
৫ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১৬/১ রান। ৭ রান নিয়ে উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত। নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান ব্যাট করছেন ০ রানে।
দুই পরিবর্তন বাংলাদেশ দলে
শক্তির দিক থেকে এমনিতেই এগিয়ে ভারত। তার উপর টানা দুই ম্যাচে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে দলটি। অপর দিকে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে হেরে আত্মবিশ্বাস তলানিতে জমেছে টাইগারদের। ম্যাচটি শুধু ফাইনালের লড়াইয়ে এগিয়ে যাওয়ার নয়, লড়াইটা নিজেদের ফিরে পাওয়ারও। একাদশে ফিরেছেন আগের দিন বিশ্রামে থাকা মুশফিকুর রহীম ও মোস্তাফিজুর রহমান।
মুশফিক ফিরে আসায় জায়গাটা ছাড়তে হয়েছে মুমিনুলকে। প্রায় সাড়ে তিন বছর ওয়ানডে একাদশে জায়গা পেয়েও আগের দিন সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। আর মোস্তাফিজ ফিরে আসায় রুবেল হোসেন না আবু হায়দার রনি কাকে বাদ দেওয়া হবে এ নিয়ে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ রুবেলেই আস্থা রেখেছেন তারা।
গুঞ্জন ছিল মোসাদ্দেক হোসেন সৈকতের বাদ পড়া নিয়ে। তবে আফগানিস্তানের বিপক্ষে ভালো ব্যাট করায় তার উপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। গুঞ্জন ছিল মেহেদী হাসান মিরাজকে নিয়েও। তিনিও আফগানিস্তানের বিপক্ষে ভালো বোলিং করেই আস্থা যুগিয়ে একাদশে আছেন তিনি।
বাংলাদেশ দল
লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার শুরু সেরা চারের লড়াই। শুরুতেই সামনে কঠিন প্রতিপক্ষ ভারত। ফাইনালের টিকেট কাটতে হলে দারুণ সূচনা চাই বাংলাদেশের। তবে ভাগ্যটা সঙ্গ দেয়নি। টস জিতে নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বেছে নিয়েছেন ফিল্ডিং। ফলে শুরুতে ব্যাটিং করতে হবে টাইগারদের। তবে খুব একটা ক্ষতি হয়নি তাদের। কারণ টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও শুরুতে ব্যাট করতে চেয়েছেন। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।
Comments