সৌম্য-ইমরুলকে হঠাৎ ডাকার কারণ ব্যাখ্যা করলেন আকরাম

ভারতের সঙ্গে বাংলাদেশের ইনিংসের যখন বেহাল দশা তখনই এশিয়া কাপের দলে ডাক পড়েছে দুই ওপেনার সৌম্য সরকার আর ইমরুল কায়েসের। রোববার বাংলাদেশের পরের ম্যাচের আগেই দলে যোগ দেবেন তারা। এই দুজনকে হঠাৎ ডাকার কারণ ব্যাখ্যা করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
akram khan
ফাইল ছবি

ভারতের সঙ্গে বাংলাদেশের ইনিংসের যখন বেহাল দশা তখনই এশিয়া কাপের দলে ডাক পড়েছে দুই ওপেনার সৌম্য সরকার আর ইমরুল কায়েসের। রোববার বাংলাদেশের পরের ম্যাচের আগেই দলে যোগ দেবেন তারা। এই দুজনকে হঠাৎ ডাকার কারণ ব্যাখ্যা করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তামিম ইকবালের চোটের কারণে দলে ওপেনারের সংখ্যা একজন কমে গিয়েছিল। তবু দল থেকে জানানো হয়েছিল যথেষ্ট ব্যাকআপ থাকায় দেশ থেকে কাউকে আনা হচ্ছে না। তবে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে পর পর দুই দিনে নতুন ওপেনিং জুটির ব্যর্থতায় তড়িৎ সিদ্ধান্ত পালটায় বিসিবি।

লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর ব্যর্থতার কারণেই এই দুজনকে ডেকে নেওয়ার কারণ জানান দুবাইতে দলের সঙ্গে থাকা আকরাম, ‘তামিম ইনজুরিতে পড়ার কারণে ওপেনিংয়ে নড়বড়ে অবস্থা। দুটি ম্যাচে ওপেনিং ভালো পারফরম্যান্স পাইনি।’

টিম ম্যানেজমেন্টের চাওয়া ছিল একজন ওপেনারের। আকরাম জানান ঝুঁকি এড়াতেই তারা উড়িয়ে আনছেন দুজনকে, ‘টিম ম্যানেজমেন্ট একজন ওপেনারের কথা বলেছে। আমরা ঝুঁকি না নিয়ে দুইজন ওপেনারকে নিয়ে আসছি।  টিম ম্যানেজমেন্ট এবং বোর্ড প্রধানের সঙ্গে আলাপ আলোচনা করে ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে আনছি।’

তামিম ইনজুরিতে পড়ার পরও দলে থাকা অন্যদের উপর ভরসা করতে চেয়েছিলেন আকরামরা। তবে টানা ব্যর্থতায় ধর্যৈচ্যুতি হয়েছে টিম ম্যানেজমেন্টের, ‘আমরা কিন্তু এসব বিষয় চিন্তা করেই একজন ব্যাকআপ খেলোয়াড় নিয়ে এসেছি।  যাদেরকে আমরা ব্যাকআপ হিসেবে নিয়ে এসেছি। ওরা ভালো খেলোয়াড়। ওদের দারুণ সুযোগ ছিল। লিটন ছিল, শান্ত ছিল। ওরা দুইটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। কিন্তু ওখানে ওরা রান করতে পারেনি।  সেক্ষেত্রে স্বাভাবিক ভাবেই আমাদের এমন পরিকল্পনা নিতে হয়েছে।’

‘ওপেনিং খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে ২৪০-২৫০ রান জয়ের মতো স্কোর। এখানে ওরা পারফরম্যান্স করতে পারেনি বলেই আমরা তাদের নিয়ে আসছি।’

তামিম ছিটকে পড়ায় শান্ত পেয়েছিলেন সুযোগ। এই তরুণ দুই ম্যাচেই ব্যর্থ হওয়ায় ইমরুলের দিকে তাকাচ্ছে দল। আর সৌম্যকে নিচের দিকে ব্যাট করার চিন্তায় আনা হচ্ছে বলে জানান আকরাম,  ‘শান্ত আমাদের দ্বিতীয় পছন্দ ছিল। তামিমের যে ইনজুরি তাতে করে খেলতে সমস্যা ছিল না। নতুন করে ইনজুরিতে পড়াতেই সমস্যা হয়েছে। শুধু এই টুর্নামেন্টই না, জিম্বাবুয়ের বিপক্ষেও হয়তো খেলতে পারবে না। সৌম্যর ব্যাপারটা অতোটা গুরুত্বপূর্ণ না। ইমরুলকে হয়তো আমরা ওপেনিংয়ে খেলাতে পারি। যদি প্রয়োজন হয় সৌম্যকে হয়তো নিচে খেলানো যেতে পারে। ’

 

Comments

The Daily Star  | English
Pro-Awami League journalist couple arrested

The indiscriminate arrests and murder charges

Reckless and unsubstantiated use of murder charges will only make a farce of the law, not bring justice to those who deserve it.

10h ago