ইরানে সেনাবাহিনীর প্যারেড অনুষ্ঠানে বন্দুক হামলায় নিহত ২৯

ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আজহাব শহরে সেনাবাহিনীর প্যারেড অনুষ্ঠানে শনিবার অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ২৯ জন নিহত ও ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আইএসএনএ সংবাদ সংস্থা এই খবর জানিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ১৯৮০ সালে ইরাকের সঙ্গে যুদ্ধ শুরুর বার্ষিকীতে প্যারেড অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। প্যারেড পরিদর্শনের জন্য পাশের স্ট্যান্ডে ইরানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মূলত তারাই ছিলেন হামলার লক্ষ্য।
সাদ্দাম শাসিত ইরাকের সঙ্গে ১৯৭৮ সাল পর্যন্ত ইরানের যুদ্ধ চলেছিল। দিনটির স্মরণে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে সেনাবাহিনীর প্যারেড অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইএসএনএ জানায়, চার জন জঙ্গি বন্দুক নিয়ে হামলা চালায়। তাদের মধ্যে দুজন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার না করলেও এর জন্য সুন্নি জঙ্গিদের দায়ী করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
শিয়াপ্রধান ইরানের খুজেস্তান প্রদেশে এর আগেও বিভিন্ন সময় সংখ্যালঘু সুন্নিরা বিক্ষোভ করেছে। আজ যেখানে হামলা হলো সেই আজহাব শহরের অবস্থান প্রদেশটির কেন্দ্রে।
ইরানের আরেকটি সংবাদ সংস্থার খবরে বলা হয়, হামলাকারীদের কয়েকজন সেখান থেকে পালিয়ে যায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করলে দ্বিতীয় দফায় গুলির লড়াই হয়।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের একজন প্রতিবেদক জানান, প্যারেড চলার সময় দর্শনার্থীদের স্ট্যান্ডের পেছন থেকে গুলি শুরু হয়।
দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র নাম প্রকাশ না শর্তে আইএসএনএ-কে বলেছেন, হামলায় সৌদি আরবের ইন্ধন রয়েছে।
Comments